দুই মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে বাংলাদেশের সকল ধরনের খেলাধুলা। করোনাভাইরাসের কারণে দু’মাসের বেশি সময় থাকা সাধারণ ছুটি সরকার উঠিয়ে নেয়ার সিদ্ধান্ত নিলেও ক্রিকেটে দেশের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া আসর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) পুনরায় দ্রুত শুরুর সম্ভাবনা নেই। প্রথম রাউন্ডের পরই লিস্ট ‘এ’ ক্রিকেটের এবারের আসরটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যায়।
সিসিডিএম জানিয়েছে, পুনরায় ডিপিএল শুরু নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের ওপর। এর আগে সরকারের সিদ্ধান্তে দেশের সকল ক্রীড়া কার্যক্রম বন্ধ করা হয়েছিল।
শনিবার সিসিডিএম সদস্য সচিব আলী হোসেন বলেছেন, ‘সীমিত আকারে সরকারি ও বেসরকারি অফিস খোলার সিদ্বান্ত নিয়েছে সরকার এবং উঠিয়ে নিয়েছে সাধারণ ছুটি। কিন্তু ক্রীড়া ইভেন্ট নিয়ে এখনো কোনো সিদ্বান্ত দেয়নি।’
তিনি আরও বলেন, ‘সরকার এ বিষয়ে কোনো সিদ্বান্ত না দেয়া পর্যন্ত পুনরায় ডিপিএল শুরুর কোন সম্ভাবনা নেই। এ বিষয়ে মন্ত্রণালয়ের একটা সিদ্ধান্ত দেয়া উচিত।’
সরকারি নির্দেশের সামঞ্জস্য রেখে সীমিত আকারে আগামীকাল (রবিবার) থেকে বিসিবি কার্যালয় খুলবে। তবে, সহজে ডিপিএল শুরুর আশা দেখছে না ক্লাবগুলো।
ক্লাব কর্মকর্তারা বলছেন, ‘আবারো লিগ শুরুর আগে, সিসিডিএমের উচিত হবে, অন্তত ১০ দিন অনুশীলনের জন্য ক্লাবগুলোকে সুযোগ দেয়া। তাই কিছুটা সময় লাগবে।’ সম্প্রতি আইসিসি কিছু স্বাস্থ্য নির্দেশনা প্রকাশ করেছে।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন