শিরোনাম

প্রচ্ছদ /   যেদিন থেকে বাংলাদেশ সিরিজের প্রস্তুতি শুরু করছে শ্রীলঙ্কা

যেদিন থেকে বাংলাদেশ সিরিজের প্রস্তুতি শুরু করছে শ্রীলঙ্কা

Avatar

রবিবার, মে ৩১, ২০২০

প্রিন্ট করুন

করোনাভাইরাসের কারণে মাঠের ক্রিকেট বন্ধ প্রায় আড়াই মাস। এর মাঝে খেলা মাঠে ফেরানো নিয়ে নানা আলোচনা-পর্যালোচনা হয়েছে। স্থবির এই পরিস্থিতির মাঝেই ঝুঁকি নিয়ে প্রথম দল হিসেবে অনুশীলন শুরু করে ইংল্যান্ড। এর কয়েকদিন পর একই পথে হাঁটা দেয় ওয়েস্ট ইন্ডিজও।

এবার তৃতীয় দল হিসেবে অনুশীলনে নামতে যাচ্ছে শ্রীলংকা। সবকিছু ঠিক থাকলে ১ জুন (সোমবার) থেকে অনুশীলন শুরু হবে লঙ্কানদের। এরই মধ্যে বিষয়টি একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।

তবে মাঠে নয়, করোনা সংক্রমণের আশঙ্কা থাকায় প্রথম দিন হোটেলে শুরু হবে এই আবাসিক অনুশীলন ক্যাম্প। যদিও দ্বিতীয় দিন থেকে মাঠেই নিজেদের ঝালিয়ে নেবেন ক্রিকেটাররা। ১৩জন ক্রিকেটার নিয়ে টানা ১২ দিন চলবে এই অনুশীলন।

যেখানে প্রথম ধাপে বোলারদের নিয়ে কাজ করা হবে। কলম্বো ক্রিকেট ক্লাবে চলবে এই অনুশীলন। বাকি সময়ের পুরোটাই হোটেলে থাকতে হবে সব ক্রিকেটারকে। অনুশীলনের পুরো সময় চার সদস্যের কোচ এবং স্টাফরা ক্রিকেটারদের সঙ্গে থাকবেন খেলোয়াড়দের।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসএলসি জানিয়েছে, ‘১২ দিনের আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প চালু করা হয়েছে। সরকারের দেয়া স্বাস্থ্যবিধি মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। এখানে ক্রিকেটকে উচ্চ ঝুঁকির একটি খেলা হিসেবে উল্লেখ করা হয়েছে এবং এই পরিস্থিতিতে আবাসিক প্রশিক্ষণ কার্যকরী হবে বলে জানানো হয়েছে।’

সেই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘এসএলসি সব ধরণের পদক্ষেপ নিয়েছে। ক্রীড়া এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সবার স্বাস্থ্য ঝুঁকির কথা মাথায় রেখেই এ পদক্ষেপ নেয়া হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনেই অনুশীলন চালাবে ক্রিকেটাররা।’

অনুশীলন চলাকালীন যাতায়াতের জন্য ব্যবহৃত হবে নিরাপদ যানবাহন। ইতোমধ্যে হোটেল এবং অনুশীলনের ভেন্যু পরিদর্শন করেছেন স্বাস্থ্য কর্মীরা। কোন প্রকার ব্যক্তিগত কারণ দেখিয়ে হোটেল বা অনুশীলন স্থান ছেড়ে যেতে পারবেন না ক্রিকেটাররা।

দক্ষিণ এশিয়ার মধ্যে করোনা আক্রান্তের হার শ্রীলঙ্কায় বেশ কম। তাই জুন-জুলাইয়ে ভারত এবং বাংলাদেশের বিপক্ষে সিরিজ আয়োজন করতে আগ্রহী এসএলসি। এই লক্ষ্যেই মূলত অনুশীলন শুরু করতে যাচ্ছেন ক্রিকেটাররা।

দ্বিপাক্ষিক সিরিজ দুটি আয়োজন করা নিয়ে দুই বোর্ডের সঙ্গে আলাপও করেছে এসএলসি। তবে এখনও কিছু নিশ্চিত করা হয়নি। শ্রীলংকা থেকে লকডাউন তুলে নেওয়া হচ্ছে। তারা তাই সিরিজ আয়োজনের আশা দেখছে। তবে ক্রিকেটারদের কোয়ারেন্টাইনে থাকাসহ অন্যান্য লজিস্টিক সাপোর্ট নিয়েও ভাবতে হচ্ছে বোর্ডগুলোর।

শ্রীলংকা ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আসলে ডি সিলভা ক্রিকইনফোকে বলেছিলেন, ‘আমরা বাংলাদেশ এবং ভারত ‍দুই বোর্ডের সঙ্গেই সিরিজ আয়োজন নিয়ে আলাপ করেছি। কারণ ওই দুটি সিরিজ এখনও স্থগিত হয়নি। তবে তাদের থেকে এখনও কোন সাড়া পাইনি।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন