শিরোনাম

প্রচ্ছদ /   আইপিএলে মাশরাফি নেপথ্যে যার হাত

আইপিএলে মাশরাফি নেপথ্যে যার হাত

Avatar

শনিবার, মে ৩০, ২০২০

প্রিন্ট করুন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল কলকাতা নাইট রাইডার্সের হয়ে ২০০৯ মৌসুমে খেলেছিলেন বাংলাদেশ ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তবে ওই মৌসুমী কলকাতার হয়ে খেললেও মাশরাফির খেলার কথা ছিল কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে। কিভাবে মাশরাফি পাঞ্জাবের না হয়ে কলকাতায় খেললেন তার বর্ণনা করেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোরকে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে আইপিএল খেলার অভিজ্ঞতা শেয়ার করেছেন অধিনায়ক মাশরাফি। ২০০৯ সালে দুর্দান্ত ফর্মে ছিলেন মাশরাফি বিন মুর্তজা। ওই বছর ঘরের মাঠের ত্রিদেশীয় সিরিজে বিধ্বংসী বোলিং করেছিলেন মাশরাফির। ৩ ম্যাচে উইকেট নিয়েছিলেন ৬ টি।

এর মধ্যে ফাইনাল ম্যাচে শ্রীলংকার বিপক্ষে বিধ্বংসী বোলিং করেছিলেন মাশরাফি বিন মুর্তজা। ১০ ওভার বোলিং করে মাত্র ১৮ রান দিয়েছিলেন মাশরাফি। ফাইনাল ম্যাচ শেষে রাতে মাশরাফিকে আইপিএলের খেলার ইঙ্গিত দিয়েছিলেন কুমার সাঙ্গাকারা। মাশরাফিকে নিয়ে যুবরাজ সিং এর মাধ্যমে কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে সুপারিশ করেন সাঙ্গাকারা।

ভিত্তিমূল্য ৫০ হাজার ডলার হলেও শেষ পর্যন্ত ছয় লাখ ডলারে বিক্রি হন তিনি। নিলামে মাশরাফিকে নিয়ে টানাটানি করেন কিংস ইলেভেন পাঞ্জাব এবং কলকাতা নাইট রাইডার্স। মূলত কিংস ইলেভেন পাঞ্জাবের কাছ থেকে মাশরাফিকে ছিনিয়ে নেয় কলকাতা। বিনা কারণে পাঞ্জাবের কাছ থেকে মাশরাফিকে ছিনিয়ে নিয়ে পুরো টুর্নামেন্টে বসিয়ে রাখে কলকাতা।

আইপিএলে সুযোগ পাওয়ার পর ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকা খেলতে যায় মাশরাফি। ওইখানের যুবরাজ সিংয়ের কাছ থেকে আইপিএলে সুযোগ পাওয়ার কারণ জানতে পারেন মাশরাফি। অনলাইন পোর্টাল ‘বিডিনিউজ২৪ডটকম’ এর সাথে ভিডিও আড্ডায় মাশরাফি বলেন,

‘ঐ সময়ে আমি সেরা ফর্মে বলতে পারেন, খুব ভালো অবস্থানে ছিলাম। ফাইনালে (২০০৯ ত্রিদেশীয় সিরিজ) আমি আর নাজমুল (নাজমুল হোসেন) স্ট্রাইক বোলিং করেছিলাম। আমরা ১৫১ (মূলত ১৫২) সম্ভবত করেছিলাম ওদের (শ্রীলঙ্কার) ৫ রানে ৩-৪ উইকেট পড়ে গিয়েছিল। ঐ ম্যাচেও আমি ১০ ওভারে ১৮ রান দিয়েছিলাম।’

‘ঐ পুরো টুর্নামেন্ট আমি ভালো বোলিং করেছি। তার আগেও আমি ভালো বোলিং করছি, ক্লাব ক্রিকেটেও ভালো বোলিং করছি। আমি খুব ভালো ছন্দে ছিলাম। ফাইনাল শেষে রাতে যখন ডিনারে গেলাম সাঙ্গাকারা আমাকে বলছিল দেখা হবে শীঘ্রই। আমি ভাবতেছিলাম তাদের সাথেতো সম্প্রতি আমাদের কোন সিরিজ নাই ‘সি ইউ সুন’ কেন বলল? ভাবলাম আচ্ছা, বলার দরকার হয়তো বলছে।’

‘পরে আইপিএলে যখন আমাকে পিক করে, আমি সাউথ আফ্রিকায় যাই খেলতে। যুবরাজ সিংয়ের সাথে আমার ভালো সম্পর্ক, এখনো আছে। তো আমাকে বলতেছিল তোর ব্যাপারে সাঙ্গাকারা আমাকে বাংলাদেশ থেকে ফোন করেছিল যে যদি তোমরা চাও মাশরাফিকে নিতে পারো। এটা আসলে পরে বুঝতে পেরেছি আরকি।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন