শিরোনাম

প্রচ্ছদ /   লাইভে জানালেন ব্রেসলেট বিক্রির ৪২ লাখ টাকায় যা যা করবেন মাশরাফি

লাইভে জানালেন ব্রেসলেট বিক্রির ৪২ লাখ টাকায় যা যা করবেন মাশরাফি

Avatar

রবিবার, মে ২৪, ২০২০

প্রিন্ট করুন

মহামারী করোনাভাইরাস সংকটে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ১৮ বছর ধরে প্রিয় ব্রেসলেটটি নিলামে তুলেছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। গত রোববার (১৭ মে) ব্রেসলেটটি নিলামে ৪২ লাখ টাকায় বিক্রি হয়। যদিও ক্রয়কৃত প্রতিষ্ঠানটি মাশরাফি সেটি আবার উপহার দেন। কিন্তু এই টাকাগুলো দিয়ে কি কি করবেন মাশরাফি? তামিমের লাইভ আড্ডায় সে পরিকল্পনা জানান তিনি।

তিন সিনিয়র ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমকে নিয়ে লাইভ আড্ডার শেষ এপিসোডে মেতেছিলেন তামিম। তো সম্প্রতি নিলামে মাশরাফির ব্রেসলেটের বিক্রি হওয়া অর্থ দিয়ে কি কি করবেন মাশরাফি? তা জানতে চান তামিম ইকবাল।

তামিমের এমন প্রশ্নে মাশরাফি জানান “এখনও আসলে পুরোপুরি পরিকল্পনা করিনি। তবে ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’ এ টাকাটা এসেছে। আর আমাদের নড়াইলেই বেশি অর্থ ব্যয় করা হবে। নড়াইলে ২৫ লাখ টাকা এবং নড়াইলের বাইরে ১৫ লাখ টাকা ব্যয় করার ইচ্ছা আছে।”

নিজ জেলা নড়াইলে বাহিরে কোথায় খরচ করবেন, সেটা জানাতে গিয়ে নড়াইল এক্সপ্রেস খ্যাত এই ক্রিকেটার জানান, “ঢাকার ভেতর ৮০ জন ক্রিকেট কোচ আছে। কারা খারাপ অবস্থার মধ্যে আছে, আস্তে আস্তে আমি সেগুলো বের করছি। সবকিছু নিয়ে নড়াইলে মিটিং হচ্ছে। নড়াইল ফাউন্ডেশনের কর্মীরা সুন্দর কিছু পরিকল্পনা করার চেষ্টা করছে।”

তবে এখনো চূড়ান্ত পরিকল্পনা করেননি ম্যাশ। তিনি আরও বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের করোনাভাইরাস চিকিৎসার জন্য বিশেষ একটি পরিকল্পনা আছে। এর বাইরে করোনার জন্য প্লাজমা তৈরি করছে। ওখানে কিছু করা যায় কিনা, সেটাও ভাবছি। তবে এখনও কিছু চূড়ান্ত হয়নি।”

তবে নিলামে মাশরাফির স্টিলের এই ব্রেসলেট অবাক করা দামে বিক্রি হয়। যা চিন্তাও করতে পারেননি তামিম ইকবাল। তিনি জানান, “মাশরাফি ভাই, আপনাকে অভিনন্দন। আপনার এই ব্রেসলেটটি যে এত দামে বিক্রি হবে আমি কল্পনাও করিনি। আপনাকে ধন্যবাদ, আপনি নিজের পছন্দের জিনিসটি নিলামে তুলেছেন এবং সবার জন্য কিছু করার চেষ্টা করেছেন। ”

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন