শিরোনাম

প্রচ্ছদ /   নিষেধাজ্ঞা শেষের আগেই সাকিবকে নিয়ে টানাটানি

নিষেধাজ্ঞা শেষের আগেই সাকিবকে নিয়ে টানাটানি

Avatar

শনিবার, মে ২, ২০২০

প্রিন্ট করুন

আইসিসি থেকে নিষেধাজ্ঞায় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। অন্যদিকে সাকিবের সাথে মিলিয়ে বললে, করোনার কারণে অনিদিষ্ট সময়ের জন্যে অলিখিত নিষেধাজ্ঞায় ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)!

তবে এ মুহূর্তে করোনার যে প্রাণসংহারি রূপ, তাতে সহসাই প্রিমিয়ার লিগ শুরুর সম্ভাবনা নেই। আর তা হলে সাকিব প্রিমিয়ার লিগ খেলতে পারবেন বলে আশা করছেন লিগের দলগুলো। আর তাই সাকিবকে দলে বেড়াতে মরিয়া মোহামেডান।

১৭ মার্চের পর থেকে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেছে ঢাকা প্রিমিয়ার লীগ। করোনার প্রাদুর্ভাব যেভাবে বেড়ে চলেছে তাতে খুব তাড়াতাড়ি যে লীগ মাঠে গড়াচ্ছে না সেটা প্রায় নিশ্চিত। করোনা পর যদি খেলা মাঠেও গড়ায় তাহলে সেপ্টেম্বর-অক্টোবরে আগে মাঠে খেলা ফিরছে না সেটা অনেকটা নিশ্চিত!

ছবিঃ হায়দ্রাবাদে সাকিব

আর যদি এমন হয় ডিপিএলের সুপার লীগে খেলতে অসুবিধা থাকছে না অক্টোবরের ৩০ তারিখে আইসিসির নিষেধাজ্ঞা থেকে মুক্ত হতে যাওয়া সাকিব আল হাসানের। আর সেই সুযোগটাই নিতে চায় ঐতিহ্যবাহী ঢাকার মোহামেডান স্পোর্টিং ক্লাব। ক্রিকেট পাড়ায় এমনই গুঞ্জন চলছে।

ক্লাবটির নির্ভরযোগ্য সূত্র একটি অনলাইন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন;“সাকিব আল হাসানের সাথে নাকি মোহামেডানের কথাও হয়েছে। লীগ যদি অক্টোবরে শুরু হয় তাহলে নিয়ম মেনেই সাকিবকে দলে পেতে চায় মোহামেডান, তাই সাকিবের চলতি ঢাকা প্রিমিয়ারে খেলার সম্ভাবনা তৈরি হয়েছে।”

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন