ভারতের ক্রিকেটে শচীন টেন্ডুলকার পরিচিত ‘ক্রিকেট ঈশ্বর’ হিসেব। মাত্র ১৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামেন শচীন । ক্রিকেট মাঠে সৌভাগ্য হয়েছিল তার সময়কার অনেক কিংবদন্তিদের সাথে খেলার। সম্প্রতি ভারতের এক সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে শচীন তার প্রিয় পাঁচজন অলরাউন্ডারের কথা জানিয়েছেন ।
শচীনের প্রিয় পাঁচজন অলরাউন্ডার-
১. কপিল দেব (ভারত)
২. ইমরান খান (পাকিস্তান)
৩. স্যার রিচার্ড হ্যাডলি (নিউজিল্যান্ড)
৪. ম্যালকম মার্শাল ( ওয়েস্ট ইন্ডিজ)
৫. সাকিব আল হাসান (বাংলাদেশ)
শচীন বলেন, “আমি যে পাঁচজন বিশ্বসেরা অলরাউন্ডারকে দেখে বড় হয়েছি, তাদের মধ্যে একজন কপিল দেব। তাঁর সঙ্গে খেলার সৌভাগ্য আমার হয়েছে। দ্বিতীয়জন ইমরান খান, পাকিস্তান সফরে আমি তার বিরুদ্ধে খেলেছি ।”
তিনি আরও বলেন, “তৃতীয়জনের নাম বলব স্যার রিচার্ড হ্যাডলি, আমার ক্যারিয়ারের দ্বিতীয় সফরে নিউজিল্যান্ডে তার বিপক্ষে খেলেছি। তারপর অস্ট্রেলিয়ায় খেলেছি ম্যালকম মার্শাল আর ইয়ান বোথামের বিপক্ষে। এই পাঁচজনই আমার সেরা পাঁচ অলরাউন্ডার, যাদের খেলতে দেখে আমি বড় হয়েছি, পরে আবার সঙ্গে খেলার সুযোগও হয়েছে ।”
শচীন তার কারিয়ারে খেলেছেন সাকিবের বিপক্ষে, তবে তার সেরা ৫ অলরাউন্ডারের তালিকায় রাখেননি ৫ম স্থানে রয়েছেন তিনি । ক্রিকেটের ইতিহাসে অবশ্যই বাংলাদেশ দলের সাকিব আল হাসানের লিখা হবে অন্যতম সেরা অলরাউন্ডারদের তালিকায় ।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন