শিরোনাম

প্রচ্ছদ /   ১১৫ বলে ২৬১ রানের রেকর্ড যার একমাত্র মালিক বাংলাদেশী ক্রিকেটার

১১৫ বলে ২৬১ রানের রেকর্ড যার একমাত্র মালিক বাংলাদেশী ক্রিকেটার

Avatar

বুধবার, এপ্রিল ২৯, ২০২০

প্রিন্ট করুন

বেশ ঘটা করে এবার মাঠে গড়িয়েছে প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট। প্রথমবারের মত টুর্নামেন্টটির নামকরণ করা হয়ে বঙ্গবন্ধুর নামে। বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেটের চট্টগ্রাম জেলা পর্যায়ের খেলায় ব্যাটিং তাণ্ডব চালিয়েছেন সাজ্জাদ হোসেন। মাত্র ১১৫ বলে ২৬১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি।

চট্টগ্রামের ওমেন্স ক্রিকেট গ্রাউন্ডে বৃহস্পতিবার চট্টগ্রাম কলিজিয়েট স্কুলের বিপক্ষে মাঠে নেমেছিল সানশাইন গ্রামার স্কুল। এ ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে বিধ্বংসী রূপে অভিভূত হন সাজ্জাদ। মাত্র ১১৫ বলে ২৯টি চারের সাথে ১৫টি ছক্কার সাহায্যে ২৬১ রানে অপরাজিত থাকেন।

ম্যাচে সাজ্জাদের ডাবল সেঞ্চুরির পাশাপাশি ব্যাট হাতে ঝড় তুলেছেন সতীর্থ আব্দুল্লাহ আল শাফায়াত। মাত্র ৮৫ বলে ১২২ রানের অনবদ্য এক ইনিংস উপহার দিয়েছেন শাফায়াত। দুজনের সৌজন্যে সানশাইন স্কুল গড়ে ৭ উইকেটে ৪৮৯ রানের বিশাল সংগ্রহ। কলেজিয়েট স্কুল রান তাড়ায় গুটিয়ে যায় মাত্র ৬৭ রানে।

প্রসঙ্গত, গত ২০ জানুয়ারি থেকে দেশের ৬৪ জেলায় একযোগে শুরু হয়েছে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় উৎসব জাতীয় স্কুল ক্রিকেট ২০১৯-২০। প্রাইম ব্যাংকের পৃষ্ঠপোষকতায় সারা দেশের ৫৫৬ স্কুলের ১১ হাজার ক্রিকেটার এতে অংশ নিয়েছে।

৬৪ জেলার চ্যাম্পিয়ন দলের অংশগ্রহণে হবে বিভাগীয় চ্যাম্পিয়নশিপ। ৭ বিভাগের চ্যাম্পিয়ন দল আর ঢাকা মেট্রোর চ্যাম্পিয়ন দলের অংশগ্রহণে হবে জাতীয় চ্যাম্পিয়নশিপ। দেশের সর্বমোট ৭০টি ভেন্যুতে হবে টুর্নামেন্টের ৯৬০টি ম্যাচ।

জাতীয় স্কুল ক্রিকেটের বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা হাই স্কুল। রানার্সআপ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন