শিরোনাম

প্রচ্ছদ /   ষষ্ঠ বারের মতো করোনায় আক্রান্ত হলেন আর্জেন্টাইন বিশ্বসেরা খেলোয়াড়

ষষ্ঠ বারের মতো করোনায় আক্রান্ত হলেন আর্জেন্টাইন বিশ্বসেরা খেলোয়াড়

Avatar

বুধবার, এপ্রিল ২৯, ২০২০

প্রিন্ট করুন

এখন পর্যন্ত যত ফুটবলার করোনা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে করোনা সবচেয়ে বেশি ভোগাচ্ছে জুভেন্টাসের আর্জেন্টাইন স্ট্রাইকার ও বিশ্বসেরা তারকা ফুটবলার পাওলো দিবালাকে।

করোনা ভাইরাস যে ফুটবলার পরিবারে আক্রমন করেনি ব্যাওয়ারটা এমন নয় । ব্লেইজ মাতুইদি, দানিয়েলে রুগানি, পাওলো দিবালার সাথে সাথে বর্তমানে যারা খেলেন তাদের থেকে শুরু করে অবসর নেয়া খেলোয়াড়রা পর্যন্ত যেমন  রুস্তু রেকবার কিংবা মিকেল আরতেতার মতো সাবেকেরা আক্রান্ত হয়েছেন এই করোনা ভাইরাসে।

তবে জুভেন্টাস স্ট্রাইকার ও আর্জেন্টাইন তারকা পাওলো দিবালার মতো এতবার আক্রান্ত বোধহয় আর কেউ হয়নি এই পর্যন্ত। এই নিয়ে গত দেড় মাসের মধ্যে চারবার এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি।

খবরটা দিয়েছে স্পেনের টিভি অনুষ্ঠান ‘এল চিরিঙ্গিতো’।ইতিমধ্যে এই খবর প্রকাশ করেছে আমেরিকা ভিত্তিক সংবাদ মাধ্যম ডেইলি মিররও। মার্চ মাসের একুশ তারিখে পাওলো দিবালা ইনস্টাগ্রামে ঘোষণা দিয়েছিলেন, তিনি ও তাঁর বান্ধবী ওরিয়েলা সাবাতিনি করোনায় টেস্টে পজিটিভ এসেছেন ।

একবার করোনায় আক্রান্ত হলে দ্বিতীয়বার যে করোনায় আক্রান্ত হবেন না সেটা ভুল ধারণা। এ ব্যাপারে হুঁশিয়ার করে সাবাতিনি বলেন, ‘আমি জানি না কী কী করলে ফলাফল পজিটিভ হয় বা নেগেটিভ হয়। আমি জানি না আমাদের ফল নেগেটিভ কেন আসল, পজিটিভই বা কেন আসল।

আমার মনে হয় কেউ যদি মনে করেন তিনি করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে গিয়েছেন, তাঁর আরেকবার স্বাস্থ্যপরীক্ষা করার দরকার শতভাগ নিশ্চিত হওয়ার জন্য।’

তিনি আরো বলেন, ‘আমাদের দ্বিতীয়বারের মতো পজিটিভ হওয়া এটাই প্রমাণ করে, যে এই ভাইরাসটা সম্পর্কে আমরা কত কম জানি। আগে ভেবেছিলাম আমরা দিবালার সতীর্থ দানিয়েলে রুগানি দ্বারা আক্রান্ত হয়েছি। কিন্তু এবার আমি কোনো কিছু বুঝতে পারছি না। ১৫ দিনের কোয়ারেন্টিন শেষ করার পর এই ভাইরাসের আর থাকার কথা না।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন