শিরোনাম

প্রচ্ছদ /   জানাগেল এবারের আইপিএলে খেলতে পারবে কিনা সাকিব

জানাগেল এবারের আইপিএলে খেলতে পারবে কিনা সাকিব

Avatar

সোমবার, এপ্রিল ২৭, ২০২০

প্রিন্ট করুন

মহামারী করোনা ভাইরাসের থাবায় পরিস্থিতি যে দিকে যাচ্ছে, তাতে এবছর হবার সম্ভাবনা নেই আইপিএলের আসর।ভারতের ক্রীড়া মন্ত্রণালয় ও ভারতীয় ক্রিকেট বোর্ড আপাতত স্থগিত রেখেছে আইপিএল।

ভারতীয় গণমাধ্যমগুলোর খবর অনুযায়ী, চলমান করোনা সংকটে আগামী  নির্দেশ না আসা পর্যন্ত সব ধরণের ভিসা বাতিল করে দিয়েছে ভারত সরকার। এর পরেও যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে, এমন কোনো নিশ্চয়তা নেই এখনও পর্যন্ত। দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। এ অবস্থায় আইপিএল হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

আইপিএল-এর সঙ্গে যুক্ত এক কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ‘এবারের আইপিএল হবে না। আগামী বছর হবে। দেশের কী অবস্থা তা আমরা সবাই জানি। এই পরিস্থিতিতে কেউ ঝুঁকি নেবে না। স্টেডিয়ামে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব নয়। ফলে পরের বছরই হয়তো আইপিএল হবে।’

এদিকে, গত ১৪ মার্চ আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে আলোচনায় বসেছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড- বিসিসিআই। সেই সময়ে বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি আশা করেছিলেন, কাটছাঁট করে হলেও অনুষ্ঠিত হবে এবারের আইপিএল।

অন্যদিকে আইসিসি বলেছে, আগামী এক বছর সাকিব খেলতে পারবেন না, কিন্তু তিনি যদি সাজার সব শর্ত মেনে চলেন তাহলে তিনি ২০২০ সালের ২৯শে অক্টোবর থেকে মাঠে ফিরে আসতে পারবেন।যেহেতু হায়দ্রাবাদের সাথে সাকিবের নিয়মিত চুক্তি এখনো শেষ হয়নি আর এবছরে আইপিএল হচ্ছে নাহ তাহলে এই আইপিএলেও সান্রাইজার্সের হয়ে মাঠে কাঁপাবেন সাকিব।

সেই ১৪ মার্চের পর অবশ্য ইতোমধ্যেই এক মাসের বেশি সময় অতিক্রান্ত হয়েছে। করোনা সংক্রমণের হার বেড়েছে আগের থেকে। এহেন পরিস্থিতিতে বিসিসিআই সচিব জয় শাহ এক বিবৃতিতে বলেন, ‘এই পরিস্থিতিতে সবার নিরাপত্তাকে অগ্রাধিকার দেয়া হচ্ছে।’

কিংস ইলেভেন পঞ্জাবের মালিক নেস ওয়াদিয়া বলেছেন, ‘অবস্থার একটুও উন্নতি হয়নি। তাই আইপিএল নিয়ে এখনই কোনও কথা নয়।’ সুতরাং এবারের আইপিএল-যে বাতিলের দিকেই এগোচ্ছে তাতে কোনও সন্দেহ নেই।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন