শিরোনাম

প্রচ্ছদ /   ছাদে বসবাস করছিঃ মাশরাফি

ছাদে বসবাস করছিঃ মাশরাফি

Avatar

সোমবার, এপ্রিল ২৭, ২০২০

প্রিন্ট করুন

প্রা’ণঘা’তী ক’রোনার প্রভাব ছড়িয়ে পড়ার আগেই ছুটে গিয়েছিলেন নড়াইল ২ আসনের জনগণের পাশে বাংলাদেশের সবচেয়ে সফল সাবেক অধিনায়ক মাশরাফি। সেখানে সব কিছু তদারকি শেষে ঢাকা ফিরে আছেন বিচ্ছিন্নতায়। কষ্টটা তাঁরও কম না। সম্প্রতি জার্মান ভিত্তিক জনপ্রিয় সংবাদমাধ্যম ডয়েচ ভেলে বাংলাকে মুঠোফোনে সেই কষ্টের কথা জানিয়েছেন মাশরাফি।

এ সময় মাশরাফি বলেন, ‘আমার দুটো সন্তান৷ কিন্তু ওদের সঙ্গে থাকতে পারছি না। ছাদে আলাদা ঘরে আছি। ১৪ দিনে কোনো সমস্যা না হলে পরিবারের সঙ্গে আবার থাকতে পারবো। এছাড়া আমার নিজেরও মা’রাত্ম’ক অ্যাজমা। এটি চিন্তার বিষয়। তবে আমি শক্ত আছি।’

তাছাড়া এবার প্রথম আইনপ্রণেতা নির্বাচিত হওয়া মাশরাফি নিয়েছেন বাংলাদেশের বাস্তবতায় অভিনব বেশ কিছু পদক্ষেপ। ভ্রাম্যমান হাসপাতালের মতো তৈরি করে রো’গীদের কাছে চিকিৎসকদের নিয়ে যাওয়া, হাসপাতালে জীবাণুনাশক কক্ষ, সং’ক্র’মি’ত হওয়ার ঝুঁ’কি কমানোর জন্য কাঁচবন্ধ ঘরে থেকে ডাক্তারদের রো’গী দেখার ব্যবস্থার ধারণাগুলোই তো চমকপ্রদ।

মাশরাফি, ‘বাইরের দেশে দেখেছি জীবাণুনাশক স্প্রে করা। তখন ভেবেছি, এটি হাসপাতালে করে দেখি। আবার দেখলাম, রো’গীর সং’স্পর্শে থেকে চিকিৎসকরা আ’ক্রান্ত হচ্ছেন। তাঁরা নিরাপদ না থাকলে তো রো’গীদের বাঁচাতেই পারবো না। কাঁচের বাক্স করাটাও বিদেশে দেখেছি। মনে হয়েছে, এটিও চেষ্টা করে দেখি। ব্যাপারটি নড়াইলের ডাক্তারদের পছন্দ হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আপনাদের আমি একটা কথা প্রায়ই বলি। ক্রিকেট আমার জীবনের অনেক বড় অংশ, তা নিয়ে কোনো সন্দেহ নেই। নড়াইলে আমাকে সবাই কৌশিক নামেই জানে। মাশরাফী নামটির জন্মই হয়েছে ক্রিকেটের কারণে। কিন্তু জীবনের সঙ্গে মেলালে ক্রিকেট খুব ছোট একটা অংশ।

আজ দেখুন, মাশরাফী ক্রিকেটার ছিল, সাকিব ক্রিকেটার ছিল, তামিম ক্রিকেটার ছিল, মুশফিক, রিয়াদ, লিটন- এদের কোনো মূল্যই নেই। আজ আমরা সবাই বিলীন। এখন সবার জীবন বাঁচানোটাই ফরজ হয়ে গেছে। জীবনের সঙ্গে তুলনায় ক্রিকেট পয়েন্ট জিরো জিরো ওয়ান পার্সেন্টও না। এটি সবসময় বিশ্বাস করতাম। করোনাভাইরাসের সময়ে হাতেনাতে প্রমাণ পেলাম।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন