শিরোনাম

প্রচ্ছদ /   মাশরাফি নয় বাংলাদেশের বিশ্বসেরা অধিনায়কের নাম জানালেন উইন্ডিজ তারকা পাওয়েল

মাশরাফি নয় বাংলাদেশের বিশ্বসেরা অধিনায়কের নাম জানালেন উইন্ডিজ তারকা পাওয়েল

Avatar

সোমবার, এপ্রিল ২৭, ২০২০

প্রিন্ট করুন

১৯৯৭ সালে মাত্র ১৯ বছর বয়সেই প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় রিকার্ডো পাওয়েলের। অল্প কিছুদিনের মধ্যেই আক্রমণাত্মক ব্যাটিংয়ের কারণে নির্বাচকদের নজরে চলে আসেন তিনি। এর ফলে ১৯৯৯ বিশ্বকাপ দলে ওয়েস্ট ইন্ডিজ দলে ডাক পান পাওয়েল।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচে সুযোগ পেলেও ১৮ বল খেলে মাত্র ৪ রান করার পর দল থেকে বাদ পড়ে যান পাওয়েল। পুরো ক্যারিয়ার জুড়েই এমন উত্তান পতনের সক্ষী হয়েছে পাওয়েলের ব্যাট। যেমন সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন তিনি। এর খুব একটা ঝলক দেখা যায়নি আন্তর্জাতিক ক্রিকেটে।

টেস্টে তাঁর পারফরম্যান্স ছিল গড়পড়তা তাই দুই টেস্টেই থেমে গেছে সাদা পোষাকের ক্যারিয়ার। ওয়ানডেতে তুলনামূলকভাবে সফল ছিলেন তিনি। এর ফলে তাঁর নামের পাশে রয়েছে ১০৯ ওয়ানডেতে ২৪.৮২ গড়ে ২ হাজার ৮৫ রান। এই ফরম্যাটে ১ সেঞ্চুরির সঙ্গে রয়েছে ৮টি হাফ সেঞ্চুরি।

সম্প্রতি ক্রিকফ্রেঞ্জির লাইভে ক্যারিয়ারের নানা উত্থান পতন এবং স্মৃতি নিয়ে কথা বলেছেন পাওয়েল। সেই সঙ্গে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। এক পর্যায়ে তাঁকে প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশের অন্যতম দুই সফল অধিনায়ক সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজার মধ্যে থেকে কাকে নিজের অধিনায়ক হিসেবে বেছে নেবেন তিনি?

সাবেক এই ক্যারিবীয় ব্যাটসম্যান এক কথায় উত্তর দিয়েছেন, ‘সাকিব’। এর কারণ বিশ্লেষণ করতে গিয়ে তিনি বলেছেন, ‘আমি মনে করি এটা পার্সোনালিটির কারণে। আপনি তাকেই বেছে নেবেন যাকে আপনি চেনেন এবং ক্রিকেটে সক্রিয়। যেকোনো খেলোয়াড়কেই আপনি ব্যক্তিগত ভাবে পছন্দ করতে পারেন। মাশরাফি যা করেছে এবং তাঁর রেকর্ডকে আমি হেয় করছি না। আপনি ব্যক্তিগত ভাবে যে কাউকে পছন্দ করতে পারেন।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন