শিরোনাম

প্রচ্ছদ /   শুরু হচ্ছে ক্রিকেট সরাসরি দেখা যাবে ফেসবুকে

শুরু হচ্ছে ক্রিকেট সরাসরি দেখা যাবে ফেসবুকে

Avatar

রবিবার, এপ্রিল ২৬, ২০২০

প্রিন্ট করুন

সারা বিশ্বেই করোনাভাইরাসের কারনে সকল ধরনের খেলাধুলা আপাতত বন্ধ। আইসিসি তাদের বিভিন্ন বাছাইপর্বের খেলা আগামী জুন মাস পর্যন্ত বন্ধ রেখেছে। আইপিএল পিছিয়েছে অনির্দিষ্টকালের জন্য। নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ডও তাদের এই মৌসুমের খেলা বাতিল করে দিয়েছে। খেলা শুরু হওয়া সম্ভাবনা প্রায় শূন্যের কোঠায় ইংল্যান্ডেও।

লম্বা সময় ক্রিকেট ভক্তদের জন্য থাকছে না কোনো আন্তর্জাতিক ক্রিকেট। তবে এমন পরিস্থিতিতে আশার খবর নিয়ে আসলো একটি সহযোগী দেশের ক্রিকেট এসোসিয়েশন।

ভানাতু। দেশটির নাম হয়ত খুব বেশি ক্রিকেটপ্রেমী শুনেননি এর আগে। তবে এবার সুখবর আসলো সেই ভানাতু থেকেই। ভানাতুতে এই পর্যন্ত ধরা পরেনি কোনো কোভিড-১৯ আক্রান্তের ঘটনা। সরকারের সর্বোচ্চ সতর্কতায় বেশ ভালোভাবে এই মহামারি থেকে নিজেদের বাঁচিয়ে রেখেছে ভানাতু।

তাই আগামী শনিবার থেকে দেশে প্রতিযোগিতামূলক ক্রিকেট শুরুর কথা জানিয়েছেন ভানাতু ক্রিকেট এসোসিয়েশনের প্রধান। সরকারের অনুমতি পাওয়ার পরই তাদের এই সিদ্ধান্ত।

সকালে পাওয়ার হাউজ শার্ক খেলবে টাফিয়া ব্ল্যাকের বিপক্ষে সেমিফাইনালে। বিজয়ী দল ফাইনালে খেলবে মেলে ব্লুজের বিপক্ষে। নারীদের এই টি টোয়েন্টি লীগের ফাইনাল খেলা আগামীকাল ভানাতু সরাসরি দেখানোর ব্যবস্থা নিয়েছে। এই ম্যাচের আগে ছেলেদের প্রদর্শনী টি ১০ এর খেলাও হবে।

ভানাতু ক্রিকেটের সিইও শেন ডেইট বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি এখন পরিস্থিতি নিরাপদ ক্রিকেট শুরু করার জন্য। এটা ঠিক যে এখনো সামাজিক দূরত্ব বজায় রাখা জরুরি ও আমরা তা অবশ্যই করবো। আমরা যতটুকু সম্ভব সামাজিক দূরত্ব বজায় রাখবো ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করবো।’

বিশ্বের অন্য কোথাও বর্তমানে প্রতিযোগিতামূলক ক্রিকেটের দেখা নেই। ভানাতুর এই উদ্যোগে লম্বা সময় পর মাঠে ফিরছে ক্রিকেট। তাই ভানাতু ক্রিকেট সরাসরি সম্প্রচার করবে ম্যাচগুলো বিশ্বের সকল ক্রিকেট ভক্তদের জন্য। স্বাভাবিক সময়ে এই ছোট দলগুলোর ক্রিকেট ম্যাচ না দেখা হলেও যখন বিশ্বের কোন জায়গাতেই ক্রিকেট হচ্ছে না এমন সময় নিশ্চয়ই অনেক ক্রিকেট ভক্ত আগামীকাল লাইভ ক্রিকেটের স্বাদ পাওয়ার জন্য নজর রাখবেন ভানাতু ক্রিকেটের ফেইসবুক পেইজে। স্থানীয় সময় ১০.৩০ এ শুরু হবে প্রথম ম্যাচ। নারীদের ফাইনাল শুরু দুপুর ১.৩০-এ।

উল্লেখ্য, ভানাতু ক্রিকেট দল আইসিসি পুরুষদের টি টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ৫০তম অবস্থানে ও নারীদের টি টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ২৮তম অবস্থানে রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন