শিরোনাম

প্রচ্ছদ /   সাকিব ২০ লোকেশ রাহুল ৩

সাকিব ২০ লোকেশ রাহুল ৩

Avatar

রবিবার, এপ্রিল ২৬, ২০২০

প্রিন্ট করুন

সাকিব আল হাসানের মত লোকেশ রাহুলও তার ২০১৯ বিশ্বকাপের ব্যাট নিলামে তুলেছিলেন। সেই ব্যাটটির দাম উঠেছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ লাখ টাকা (২ লাখ ৬৪ হাজার রুপি)। এছাড়া ভালো দামেই বিক্রি হয়েছে নিলামে ওঠা তার অন্যান্য ক্রিকেট সরঞ্জাম।

বিশ্বকাপে একাধিক ব্যাট ব্যবহার করেছেন ভারতীয় এই ক্রিকেটার। এর মধ্যে একটি ব্যাট দিয়েছিলেন নিলামের জন্য। নিলামে সেই ব্যাটের সর্বোচ্চ দর হাঁকা হয়েছে ২ লাখ ৬৪ হাজার ২২৮ রুপি।

ব্যাট ছাড়াও রাহুল নিলামে তুলেছিলেন নিজের আরও কিছু ব্যবহৃত সরঞ্জাম। এগুলোর মধ্যে হেলমেট ১ লাখ ২২ হাজার ৬৭৭ রুপি, এক জোড়া প্যাড ৩৩ হাজার ২৮ রুপি, একদিনের ক্রিকেটের জার্সি ১ লাখ ১৩ হাজার ২৪০ রুপি, টি-টোয়েন্টি জার্সি ১ লাখ ৪ হাজার ৮২৪ রুপি, টেস্ট জার্সি ১ লাখ ৩২ হাজার ৭৭৪ রুপি এবং এক জোড়া গ্লাভস ২৮ হাজার ৭৮২ রুপিতে বিক্রি হয়েছে।

করোনাভাইরাসে ক্ষতিগ্রস্তদের সহায়তা করার উদ্দেশ্যে রাহুল নিলামের অর্থ দিয়ে মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন। গত ১৮ এপ্রিল নিজের জন্মদিনে এই সিদ্ধান্ত নেন তিনি। রাহুল তার বিশ্বকাপ খেলা একটি ব্যাট, একজোড়া গ্লাভস, একজোড়া প্যাড, একটি হেলমেট এবং তিন সংস্করণের তিনটি জার্সি- মোট ৭ সামগ্রী নিলামে তুলেছিলেন।

রাহুল জানিয়েছেন, এইসব সামগ্রী থেকে প্রাপ্ত অর্থের পুরোটাই অনুদান হিসেবে দেওয়া হবে অ্যাওয়ার ফাউন্ডেশনকে। এই ফাউন্ডেশনটি সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে। কোভিড-১৯ বা করোনাভাইরাসের ঝুঁকির সময়ে শিশুদের কল্যাণে ব্যবহৃত হবে রাহুলের ব্যবহৃত এসব ব্যাট-প্যাড নিলাম থেকে প্রাপ্ত অর্থ।

আগেও রাহুল সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়িয়েছেন। ইতিপূর্বে ক্যান্সার আক্রান্ত এক শিশুর চিকিৎসার ভার বহন করেছিলেন ২৮ বছর বয়সী এই ক্রিকেটার।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন