শিরোনাম

প্রচ্ছদ /   এত লক্ষ টাকায় ভিত্তি মূল্য হবে আশরাফুলের ব্যাট কেউ কল্পনা করেনি

এত লক্ষ টাকায় ভিত্তি মূল্য হবে আশরাফুলের ব্যাট কেউ কল্পনা করেনি

Avatar

শনিবার, এপ্রিল ২৫, ২০২০

প্রিন্ট করুন

টেস্ট অভিষেকেই গোটা বিশ্বকে চমকে দিয়েছিলেন মোহাম্মদ আশরাফুল। ২০০১ সালে মুরালি-ভাসদের মাড়িয়ে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে ম্যাচের দ্বিতীয় ইনিংসে ১১৪ রানের ইনিংস খেলেছিলেন। টেস্ট ক্রিকেটে সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ানের রেকর্ডটা এখনো আশরাফুলের দখলেই আছে।

ওয়ানডেতে অস্ট্রেলিয়া তখনো অজেয় ছিল বাংলাদেশের কাছে। ২০০৫ সালে কার্ডিফে রিকি পন্টিংয়ের পরাক্রমশালী অস্ট্রেলিয়াকে মাটিতে নামিয়ে এনেছিল আশরাফুলের সেঞ্চুরি। তার ১০০ রানের ইনিংসে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল বাংলাদেশ।

আন্তর্জাতিক ক্রিকেটে আশরাফুলের ক্যারিয়ারের বড়ো স্মারক এ দুই সেঞ্চুরি ব্যাট। দুটি ব্যাটই সংরক্ষিত আছে তার কাছে। করোনা ভাইরাসের এই দুর্যোগে ব্যাট দুটি নিলামে তুলতে চান আশরাফুল। বিক্রির অর্থ দিয়ে দুস্থদের সাহায্য করার ইচ্ছা তার।

নিলামে ইতোমধ্যেই সাকিবের বিশ্বকাপে ইতিহাস গড়া ব্যাটটি বিক্রি হয়েছে ২০ লক্ষ্য টাকায়। যার ভিত্তি মূল্য ছিল ৫ লক্ষ্য টাকা। নিলামে উঠবে মুশফিকের ডাবল শতক হাঁকানো ব্যাটও। তবে নিজের অভিষেকে সর্বকনিষ্ঠ শতকের রেকর্ড গড়া ব্যাটটি নিলামে চওড়া ভিত্তি মূল্য দিতে চান আশরাফুল। সাকিবের ব্যাটের ৩ গুণ ১৫ লক্ষ টাকা ভিত্তি মূল্য রাখার ইচ্ছা পোষণ করেছেন তিনি।

জাতীয় দৈনিক কালের কণ্ঠকে দেওয়া এক সাক্ষাৎকারে আশরাফুল বলেন, ‘সাকিবেরটি বিশ্বকাপ পারফরম্যান্সের ব্যাট। ইতিহাস গড়া ব্যাট মুশফিকের। আর আমারটি তো একেবারের বিশ্বরেকর্ড গড়া ব্যাট। ওদের যদি বেজ প্রাইস পাঁচ ও ১০ লাখ টাকা হয়, তাহলে আমারটির আরো বেশি হওয়া উচিত। আমি ঠিক করেছি নিলামে বিশ্বরেকর্ড গড়া ব্যাটটির বেজ প্রাইস ধরে দেব ১৫ লাখ টাকা।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন