শিরোনাম

প্রচ্ছদ /   অবস্থার অবনতি হেলিকপ্টারে ঢাকা আসছেন করোনা আক্রান্ত মাশরাফির নানা

অবস্থার অবনতি হেলিকপ্টারে ঢাকা আসছেন করোনা আক্রান্ত মাশরাফির নানা

Avatar

বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২০

প্রিন্ট করুন

নড়াইলে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দূর করতে দিনরাত খেটে চলেছেন মাশরাফি বিন মুর্তজা। তবে এবার তার নানাই করোনাভাইরাস পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। পেশায় তিনি একজন চিকিৎসক।

মাশরাফির নানা মাসুদ আহমেদ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময়েও তিনি চিকিৎসা প্রদান বন্ধ রাখেননি। এবার তার দেহেই ছড়িয়ে পড়েছে ছোঁয়াচে এই ভাইরাস। করোনা পরীক্ষার ফল এসেছে ‘পজিটিভ’।

করো’না ভাই’রাসে আ’ক্রান্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতা’লের ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাসুদ আহমেদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় আনা হচ্ছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আই’এসপিআর) জানিয়েছে, বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে তাকে ঢাকায় আনা হচ্ছে।

জানা গেছে, করো’নাভাই’রাস বিস্তারের মধ্যে রোগীদের চিকিৎসা’সেবা দিয়ে যাচ্ছিলেন ডা. মাসুদ আহমেদ। এরই মধ্যে করো’নায় আ’ক্রান্ত হলেন তিনি। গত ১৮ এপ্রিল তারসহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতা’লে ৯৬টি নমুনার পরীক্ষা করা হয়। যার মধ্যে একমাত্র করো’না শনাক্ত হওয়া রোগী মাসুদ আহমেদ। খুলনা জে’লায় তিনিই প্রথম করো’না শনাক্ত হওয়া চিকিৎসক।

ডা. মাসুদ আহমেদের শরীরে করো’না উপসর্গ দেখা দিলে তাকে আইসোলেশনে নেয়া হয়।

ডা. মাসুদ আহমেদ জাতীয় দলের ক্রিকেটার এবং নড়াইল-২ আসনের এমপি মাশরাফী বিন মুর্তজার নানির খালাতো ভাই।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন