শিরোনাম

প্রচ্ছদ /   এত লাখ টাকায় আমার ব্যাট বিক্রি হবে ভাবতেও পারিনিঃ সাকিব

এত লাখ টাকায় আমার ব্যাট বিক্রি হবে ভাবতেও পারিনিঃ সাকিব

Avatar

বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২০

প্রিন্ট করুন

করোনাভাইরাসে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য সাকিব আল হাসান তার ক্যারিয়ারের সবচেয়ে প্রিয় ব্যাটটাকেই তুলেছিলেন নিলামে। ২০ লাখ টাকা মূল্যে সেটি কিনে নিয়েছেন একজন প্রবাসী বাংলাদেশি। তবে সাকিব নিজের ব্যাট নিজেই বিড করার (দর হাঁকানোর) কথা ভেবেছিলেন!

কেন সাকিবের এই অদ্ভুত ভাবনা? খোলাসা করেছেন নিজেই। এই ব্যাট দিয়েই বিশ্বকাপে অতিমানবীয় পারফরম্যান্স করেছেন, আন্তর্জাতিক ক্যারিয়ারে সংগ্রহ করেছেন দেড় হাজারের মত রান। ব্যাটটি তাই সাকিবের কাছে ‘স্পেশাল’। সাকিব বলেন, ‘এটাকে খুব প্রিয় ব্যাট বলা উচিৎ হবে না, সবচেয়ে প্রিয় ব্যাটই বলতে হবে।’

সেই প্রিয় ব্যাটই সাকিব তুলে দিয়েছেন মানবসেবার কাজে। নিলামে প্রাপ্ত অর্থ নিজের ফাউন্ডেশনের তহবিলে যুক্ত করবেন। তবে যদি আশানুরূপ মূল্য না পাওয়া যায়- এই ভাবনায় নিজেই নিলামে বিড করার পরিকল্পনা রেখেছিলেন!

প্রিয় ব্যাট সম্পর্কে সাকিব বলেন- ‘(ব্যাট হাতছাড়া করায়) খারাপ তো একটু লাগছেই। প্রথমে আমি ভাবছিলাম দাম কম উঠলে আমি নিজেই বিড করে কিনে নিব। কিংবা কাউকে বলব ভাই আপনই বিড করেন, আমি পরে আপনার কাছ থেকে নিয়ে নিব টাকা দিয়ে। অনেকেই বলেছে- কেন এই ব্যাটটাই নিলামে তুললাম।’

যৌক্তিক প্রশ্ন বটে! যে ব্যাট সাকিবের এত প্রিয়, সেটিই কেন নিলামে তুললেন? সাকিবের ব্যাখ্যা, ‘আমার কাছে ব্যাটের চেয়েও একটা মানুষের জীবন বা একটা মানুষের হাসিখুশি থাকা বেশি মূল্যবান। মানুষের জীবনের চেয়েও তো মূল্যবান কিছু হতে পারে না। আমরা যদি একটা মানুষের জীবন বাঁচাতে পারি, এটা এই ব্যাটের চেয়েও বেশি দামি কিছু।’

সাকিবের মহৎ এই উদ্যোগ করোনা মোকাবেলায়। আপাতত তার একটাই চাওয়া- করোনার ভয়াল থাবা থেকে মুক্ত হবে বাংলাদেশ।

‘বাংলাদেশের মানুষের হাসি দেখতে পেলেই আমি এখন সবচেয়ে বেশি খুশি হব। বাংলাদেশের মানুষের হাসির ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা এখন করোনাভাইরাস। এটা চলে গেলে দেশের মানুষ সবচেয়ে বড় হাসিটা হাসবে, তাতেই আমি সবচেয়ে খুশি হব এখন।’ রাজ নামের যে সমর্থক ব্যাটটি কিনেছেন, তিনি সাকিবকে নিয়ে নিজের মুগ্ধতা জানালেন।

যুক্তরাষ্ট্র প্রবাসী রাজ বলেন, ‘এই ব্যাট এমন কিছু যা বাংলাদেশের সবাই একটু স্পর্শ করতে চাইবে। আমি এটা আমার ছেলেমেয়েকে দিব। আপনি এমন একজন বাঙালি যিনি আমাদের আশা দেখিয়েছেন। আমার ছেলে-মেয়ে নেই এখনো। যদি কোনোদিন হয়, তাদের বলব- দেখো এরকম একজন বাঙালি ছিল, সে বিশ্বের সেরা ছিল, তাই তুমিও হতে পারো।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন