করোনাভাইরাসে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে গঠিত তহবিলে অনুদানের জন্য সাকিব আল হাসানের ব্যাটের নিলাম চলছে। বাংলাদেশ সময় দুপুর তিনটার দিকে এই নিলাম শুরু হয়। নিলামে ব্যাটটির দাম ক্রমেই বাড়ছে। ইতোমধ্যে ভিত্তিমূল্যের দ্বিগুণ অঙ্ক ছুঁয়েছে ব্যাটের জন্য হাঁকানো মূল্য। নিলামে সাকিবের ঐতিহাসিক ব্যাটটির ভিত্তিমূল্য ধরা হয় ৫ লাখ টাকা। অর্থাৎ, ৫ লাখ টাকা থেকেই ব্যাটটির দর কষাকষি শুরু হয়েছে।
নিলামের প্রকাশিত তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত পাঁচবার ব্যাটটির দাম বৃদ্ধির কথা উল্লেখ করা হয়েছে। সর্বশেষ খবর অনুযায়ী, ব্যাটটির দাম হাঁকা হয়েছে ১১ লাখ টাকা, যা ভিত্তিমূল্যের দ্বিগুণেরও বেশি। এর আগে ভিত্তিমূল্য ৫ লাখ থেকে বেড়ে ক্রমান্বয়ে ৬ লাখ ৫০ হাজার, ৭ লাখ ও সাড়ে ৮ লাখ ও ১০ লাখ টাকা হওয়ার ঘোষণা দেওয়া হয়। সর্বশেষ ঘোষণা অনুযায়ী, রাত ৮টায় ব্যাটের মূল্য হাঁকা হয়েছে ১১ লাখ টাকা।
এসজি ব্যাটটি দিয়ে সাকিব আন্তর্জাতিক ক্রিকেটে দেড় হাজারের মত রান সংগ্রহ করেছেন। ২০১৯ আইসিসি ওয়ানডে বিশ্বকাপের সবগুলো ম্যাচেই এই ব্যাট ব্যবহার করেছেন তিনি। ব্যাট হাতে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করা সাকিব আসরের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। সাকিবের ব্যাট নিলামে সংযুক্ত হওয়া যাবে অকশন ফর অ্যাকশন ফেসবুক পেইজের মাধ্যমে।
নিলাম শেষ হবে আজ (২২ এপ্রিল) বাংলাদেশ সময় রাত এগারোটায়। এই সময়ের মধ্যে যিনি সর্বোচ্চ দাম হাঁকাবেন তিনি এই ব্যাটের মালিকানা পাবেন এবং পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে তার ব্যাটের অর্থ পরিশোধ করতে হবে।
নির্দিষ্ট ফেসবুক পোস্টে কমেন্ট বা পেইজের ইনবক্সে ম্যাসেজ প্রদানের মাধ্যমে নিলামে অংশ নেওয়া যাবে বলে জানিয়েছে নিলামের আয়োজক অকশন ফর অ্যাকশন। অকশন ফর অ্যাকশনের পক্ষ থেকে আরও উল্লেখ করা হয়, ‘নির্ধারিত সময় শেষ হওয়ার আগ পর্যন্ত পাওয়া সর্বোচ্চ দর আহ্বানকারীকেই বিজয়ী ঘোষণা করা হবে।
বিডার অবশ্যই বিজয়ী হবার ২৪ ঘণ্টার মধ্যে সেই সেলিব্রিটির পছন্দসই চ্যারেটি প্রতিষ্ঠানে সেই দরকৃত মুল্য পরিশোধ করবেন।’ নিলাম থেকে এই ব্যাটের প্রাপ্ত অর্থ অনুদান হিসেবে যুক্ত হবে দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশনে।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন