শিরোনাম

প্রচ্ছদ /   যে মূল্যে নিজের অভিষেক ক্রিকেটের সারঞ্জাম নিলামে তুলতে চান আশরাফুল

যে মূল্যে নিজের অভিষেক ক্রিকেটের সারঞ্জাম নিলামে তুলতে চান আশরাফুল

Avatar

মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২০

প্রিন্ট করুন

করোনাভাইরাসের মহামারীর কারনে দেশে অঘোষিত লকডাউনে চরম বিপদে পড়েছে খেটে খাওয়া মানুষেরা। এমতাবস্থায় তাদের সাহায্যের জন্য নিজের প্রথম ডাবল শতকের ব্যাট নিলামে তুলতে যাচ্ছেন মুশফিক৷ এবার তাকে অনুসরণ করে নিজের অর্জিত স্মারক নিলামে তোলার ইচ্ছা পোষণ করেছেন টাইগার সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

বাংলাদেশের সংস্কৃতিতে ক্রিকেটারদের স্মারক নিলামে তোলার প্রচলন নেই বলে প্রক্রিয়া নিয়ে কিছুটা সংশয়ে অবশ্য সাবেক এই অধিনায়ক। তবে কোন প্রতিষ্ঠান আগ্রহ দেখালে কিংবা প্রক্রিয়া শুরু করলে নিজের অনেক স্মারকই নিলামে তুলে দিবেন অসহায়দের সাহায্যার্থে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি লাইভ সেশনে এক ভক্তের করা প্রশ্নের জবাবে আশরাফুল বলেন, ‘অবশ্যই যায় (নিলামে তোলা) যদি আপনারা কেউ নিতে চান। আমারতো ইচ্ছে ছিলই অবসরের পরে আমার ব্যাট বলেন, টেস্ট ক্যাপ বলেন এগুলো আমি নিলামে দিব বড় কোন দূর্ঘটনায়। তো এখন পারফেক্ট সময়, আসলে এসব প্রক্রিয়াটা আমাদের দেশে ঐভাবে চালু হয়নাই।’

‘মুশফিককে দেখলাম যে সে শুরু করেছে। তো আসলে এই ধরণের কিছু যদি হয় অবশ্যই আমার অভিষেক টেস্ট সেঞ্চুরি বলেন, অস্ট্রেলিয়ার সাথে সেঞ্চুরি বলেন, জিম্বাবুয়ের সাথে প্রায় ৫ বছর পরে ৪৭তম ম্যাচে গিয়ে জিতেছি এই ম্যাচের স্টাম্প আছে। তো এরকম যদি হয় আমি অবশ্যই দিতে চাই।’,

কেমন মূল্যে বিক্রি করবেন এ প্রশ্নের সরাসরি কোন উত্তর অবশ্য দেননি আশরাফুল তবে আনুমানিক ২০-৫০ হাজারের বেশী মূল্য পাবেন বলে আশাবাদী।

উল্লেখ্য, ২০১৩ সালে গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকানো ওই ব্যাটটিই নিলামে তুলতে যাচ্ছেন মুশফিক।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন