শিরোনাম

প্রচ্ছদ /   মাত্র পাওয়াঃ এবারে করোনার আক্রান্ত মাশরাফির পরিবার

মাত্র পাওয়াঃ এবারে করোনার আক্রান্ত মাশরাফির পরিবার

Avatar

রবিবার, এপ্রিল ১৯, ২০২০

প্রিন্ট করুন

সারাবিশ্বের মত বাংলাদেশেও করোনা সংক্রমণ বাড়ছে হু হু করে। আর পাল্লা দিয়ে বাড়ছে করোনা রোগী কারণে মৃতের সংখ্যা। এবার রোগীর তালিকায় এবার যোগ হল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদ্য বিদায়ী অধিনায়ক ও নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বিন মর্তুজার দূর সম্পর্কের এক নানা।

করোনা টেস্টে পজিটিভ হওয়া ডা. মাসুদ আহম্মেদ মাশরাফির নানীর খালাতো ভাই। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপ্যক এই মাসুদ আহম্মেদ।

করোনা ভাইরাসের এই সংকটময় সময়ে মাশরাফি যখন নিজ এলাকার মানুষের পাশে শুরু থেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন, জনসাধারণের সুরক্ষায় নিচ্ছেন নানা উদ্যোগ তখনই খারাপ খবরটা শুনলেন নিজের কাছের আত্মীয়ের ব্যাপারে। করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ডা. মাসুদ আহম্মেদের। খুলনা জেলায় তিনিই প্রথম করোনা শনাক্ত হওয়া চিকিৎসক।

১৮ এপ্রিল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মোট ৯৬ টি নমুনার পরীক্ষা করা হয়। যার মধ্যে একমাত্র করোনা শনাক্ত হওয়া রোগী মাসুদ আহমেদ। এখনো পর্যন্ত খুলনায় ৬২৭ টি পরীক্ষা হয় যার পাঁচটিতে করোনা শনাক্ত হয়।

খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আবদুল আহাদ জানান, ‘ঐ সহকারী অধ্যাপকের (মাসুদ আহম্মেদ) জ্বর, গলাব্যথা ও শরীরে ব্যথা থাকায় গতকাল(১৮ এপ্রিল) করোনা ভাইরাসের পরীক্ষা করা হয়। তিনি করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।’

উল্লেখ্য, মাশরাফির নিজের নানা-নানী আগেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন