শিরোনাম

প্রচ্ছদ /   প্রশংসায় ভাসিয়ে মাশরাফিকে যে সুখবরের আভাস দিলেন প্রধানমন্ত্রী

প্রশংসায় ভাসিয়ে মাশরাফিকে যে সুখবরের আভাস দিলেন প্রধানমন্ত্রী

Avatar

বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২০

প্রিন্ট করুন

করোনাভাইরাস মোকাবেলায় শুরু থেকেই নিরলস কাজ করে যাচ্ছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। রবিবার (১২ এপ্রিল) ভিডিও কনফারেন্সে বরিশাল ও খুলনা বিভাগের বিভিন্ন জেলার জনপ্রতিনিধিদের সাথে আলাপকালে নড়াইল থেকে মাশরাফির সাথে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি করোনাভাইরাস মোকাবেলায় নড়াইলে মাশরাফির নানা কর্মকাণ্ডের প্রশংসা করেন।

নড়াইল জেলার জনপ্রতিনিধি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আনুষ্ঠানিক আলাপচারিতায় প্রধানমন্ত্রী মাশরাফির কথা শুনতে চান। এ সময় মাশরাফি প্রধানমন্ত্রীর মাধ্যমে দেশের পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানান এবং নড়াইলে করোনাভাইরাস প্রতিরোধ বিষয়ক নানা পরিস্থিতি তুলে ধরেন।

প্রধানমন্ত্রীকে মাশরাফি বলেন, ‘আমি এখানে অনেক নবীন, আমার চেয়েও প্রবীণ নেতৃবৃন্দ আছেন। প্রতিটি ইউনিয়নকে ভিত্তি করে আমাদের যে কমিটি করা হয়েছে, আশা করি তাদের মাধ্যমে প্রতিটি ইউনিয়নে প্রকৃতপক্ষেই যাদের ত্রাণ প্রয়োজন তারা ইনশাআল্লাহ পেয়ে যাবেন। পুলিশ সুপার অক্লান্ত পরিশ্রম করছেন। বাংলাদেশের পুরো পুলিশ বাহিনীকে আপনার মাধ্যমে ধন্যবাদ জানাই। তারা অত্যন্ত পরিশ্রম করছেন, নড়াইলেও দিনরাত পরিশ্রম করছেন।’

নড়াইল সদর হাসপাতালে আইসিইউ স্থাপনের অনুরোধ রেখে মাশরাফি বলেন, ‘নড়াইল সদর হাসপাতালকে উন্নয়নের জন্য ইতোমধ্যে আপনার দপ্তর থেকে চিঠি এসেছে। ২৫০ শয্যার কাজ চলছে। কিন্তু এমুহূর্তে যেহেতু কাজ বন্ধ, জেলা পর্যায়ে এই সংকট নিরসনে নড়াইল সদর হাসপাতালে আইসিইউ করলে আমরা আরও শক্ত হাতে করোনা প্রতিরোধ করতে পারব বলে আশা করছি।’

এ সময় মাশরাফি আরও বলেন, ‘ডিলারের মাধ্যমে ১০ টাকার যে চাল বিতরণ হচ্ছিল, আমরা ৯০০ কেজি করে পাচ্ছিলাম। সেটা কমিয়ে ৩০০ কেজি আনা হয়েছে। হয়ত এটা টেকনিক্যাল কোনো সিদ্ধান্ত হতে পারে। কিন্তু আমাদের এখানে অনেক গরীব মানুষ আছে। জনসংখ্যার বিচারেও যদি কিছু করেন, আমরা উপকৃত হব।’

মাশরাফির বক্তব্যের জবাবে প্রধানমন্ত্রী জানান, ‘টিআর, কাবিখা, বয়স্কভাতা থেকে শুরু করে সব ধরনের সাহায্য একইসাথে চলে যাচ্ছে। এটা যেন একসাথে সব না যায়, এজন্য ভাগে ভাগে দেওয়া হচ্ছে। যেহেতু সামনে রোজা, সামনে আরেক দফায় দিব।’

নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা কবিরুল হক মুক্তির সাথে সময়স্বল্পতার কারণে কথা বলতে পারেননি প্রধানমন্ত্রী। এ সময় মাশরাফিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘মুক্তিও ভালো কাজ করছে, তুমিও ভালো কাজ করছ। সবাই মিলে ভালো কাজ করো। নড়াইলের সবাই ভালো কাজ করছে। আমার মনে হয় নড়াইল অনেক ভালোই আছে।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন