দেশের ইতিহাসে ওয়ানডেতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড গড়েছেন বেশিদিন হয়নি। এরআগে দারুণ সব ইনিংস খেলে গত কয়েকমাস ধরে সবার নজর কেড়ে আসছিলেন জাতীয় দলের ওপেনার লিটন কুমার দাস ৷
কিন্তু পাঁচ বছরের ক্যারিয়ারের শুরুর দিকটা এখনকার মতো এতোটা সুন্দর ছিল না। একটা সময় ছিল যখন ২০-৩০ রানের বেশি করার আগেই ড্রেসিংরুমের পথ ধরতে হতো তাঁকে। অপ্রয়োজনীয় বড় শট খেলতে যাওয়ার ভুলের কারণে তাঁর ব্যাটিং গড়ও ছিল অনেক কম।
তবে লিটনকে বারবার সুযোগ দেওয়া হচ্ছিল তাঁর প্রতিভার কারণে। নানা ধাঁচের শট খেলতে পারার কারণে লিটন সবসময়ই সম্ভাবনাময় ক্রিকেটার হিসেবে পরিগণিত হয়েছিলেন। বারবার সুযোগ দিয়ে তাঁর ভেতর থেকে সেরাটা বের করে আনতে চেয়েছিলেন নির্বাচকরা। ক্রিকেটাররাও অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, কবে লিটন
জ্বলে উঠবেন। গত বিপিএল থেকেই সেই দুর্দান্ত লিটনের পথচলার শুরু। এসময় থেকে তিনি তাড়াহুড়োর ব্যাটিং না করে অত্যন্ত ঠান্ডা মাথায় খেলতে লাগলেন। এর। ফলাফলটাও ছিল তাৎক্ষণিক। এরপর থেকেই একের পর এক লম্বা ইনিংস উপহার দিতে সক্ষম হলেন দলকে।
ব্যাটিংয়ের পাশাপাশি এখন লিটনের মানসিকতাতেও ব্যাপক পরিবর্তন এসেছে। সাংবাদিকদের সঙ্গেও কথা বলছেন বেশ গুছিয়ে। আর ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জির কাছে তাঁর কথা বলার ধরণটা নাকি তাঁর ভালো ব্যাটিং করার চাইতেও বেশি ভালো লেগেছে। সম্প্রতি মুঠোফোনে জাতীয় দৈনিক প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাতকারে ম্যাকেঞ্জি বলেছেন, ‘লিটনের ২০-৩০ রান করে আউট হয়ে যাওয়া নিয়ে সংবাদ মাধ্যমে অনেক আলোচনা হয়েছে।
এখন পরিস্থিতি পাল্টেছে। তবে রান করার চেয়ে ও এখন যেভাবে কথা বলে সাংবাদিকদের সঙ্গে, সেটা আমাকে বেশি মুগ্ধ করছে। সে এখন শট কমিয়ে ফেলছে, বিশ্বমানের ব্যাটসম্যান হওয়ার কথা বলছে, ধারবাহিক হওয়ার কথা বলছে। এই মানসিকতাটাই আসল।’
এদিকে লিটনের এই ধারাবাহিকতায় দলের বড় লাভ দেখছেন ম্যাকেঞ্জি। সময় যত এগিয়ে যাচ্ছে, জাতীয় দলে ততই নতুন নতুন মুখ দেখা যাচ্ছে। লিটনকে অনুুসরণ করে এখন তরুণরাও ধারাবাহিক হতে চেষ্টা করবে এবং দলের মধ্যে প্রতিযোগিতার সৃষ্টি হবে।
আর এমনটা দলের জন্যই ইতোবাচক হবে বলে মনে করছেন তিনি, ‘ওর সঙ্গে এখন যারা খেলছে, তাঁরাও দেখবেন লিটনের ধারেকাছে পৌছানোর জন্য লড়বে। একজন আরেকজনের খেলা থেকে শিখবে। সবাই সবার কাছ থেকে শিখবে। দল বড় হয় এভাবেই। তরুণদের দল থেকে এক জনের বাক্স থেকে বেরিয়ে আসতে হতো। লিটন সেটা করেছে।’
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন