শিরোনাম

প্রচ্ছদ /   বিশ্বের সেরা অধিনায়কের নাম জানালেন ব্রেন্ডন টেইলর

বিশ্বের সেরা অধিনায়কের নাম জানালেন ব্রেন্ডন টেইলর

Avatar

রবিবার, এপ্রিল ১২, ২০২০

প্রিন্ট করুন

ক’রোনা ভাই’রাসের কারণে ঘরবন্দি প্রায় সারা বিশ্বের মানুষ। এই সময়ে নানান কাজে ব্যস্ত বিভিন্ন অঙ্গনের তারকারা। তার মধ্যে টুকটাক রান্না করা, সিনেমা দেখা অন্যতম। এছাড়া ক্রিকেটাররা নিজের সেরা পারফরম্যান্স ও পছন্দের ম্যাচগুলোয় চোখ বুলিয়ে যাচ্ছেন আরও একবার করে। জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ব্রেন্ডন টেইলর যেমন ১৪ বছর আগে মাশরাফিকে শেষ বলে ছক্কা মেরে দলকে জেতানোর মুহূর্তটা এক বছরের মধ্যে দেখেছেন অনেকবার। তবে ১৪ বছর পর সেই মাশরাফিকে বাংলাদেশের অন্যতম সেরা অধিনায়কও বলছেন তিনি।

ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে জিম্বাবুয়ের উইকেটরক্ষক এই ব্যাটসম্যান জানান, ক’রোনা থেকে নিজেকে মুক্ত রাখতে দিনে ২০বার হাত ধুচ্ছেন তিনি। আশা করছেন এটা অভ্যাসে পরিণত হবে। এছাড়া পরিবারকে সময় দিচ্ছেন। ভ্রমণের মধ্যে থাকায় পরিবারকে সেভাবে সময় দিয়ে পারেন না। এখন রান্নায়ও সহায়তা করছেন।

তবে টেইলর জানান, রান্নায় তিনি খুব একটা ভালো নন। বাচ্চাদের জন্য সন্ধ্যায় বারবিকিউ করছেন বলে উল্লেখ করেন তিনি, ‘আমি রান্নায় খুবই খারাপ। যদিও মাঝে মাঝে রান্না করাটা উপভোগ করি। আর আস্তে আস্তে রান্নাও ভালো হচ্ছে। নেটফ্লিক্সে আমি টাইগার কিং দেখছি। এছাড়া পুরনো কিছু ক্রিকেট ভিডিও দেখছি।’

পুরনো ক্রিকেট ম্যাচের ভিডিওর কথা উঠতেই চলে আসে ১৪ বছর আগে বাংলাদেশের বিপক্ষে ওভারের শেষ বলে মাশরাফিকে ছক্কা মেরে জেতানোর সেই মুহূর্ত। টেইলর এ নিয়ে বলেন, ‘কিছু দিন আগেই বাংলাদেশ থেকে সিরিজ খেলে ফিরেছি। অধিনায়ক হিসেবে মাশরাফির শেষ ছিল ওটা। আশা করছি তিনি, আরও কিছু ম্যাচ খেলবেন এবং ভালো মতোই শেষ করবেন। সন্দেহাতীতভাবে তিনি বাংলাদেশের অন্যতম সেরা অধিনায়ক।

“ইউটিউবে ২০০৬ সালে সেই ম্যাচের স্মৃতিতে আমি প্রায়ই ফিরে যায়। শেষ এক বছরে অনেকবার দেখেছি ভিডিওটি। অসাধারণ এক ম্যাচ ছিল। আমার মনে আছে, ম্যাচটিতে একটি হ্যাটট্রিক হয়েছিল (শাহাদাত হোসেনের)। শেষ ওভারে ১৭ রান দরকার ছিল। লক্ষ্যে পৌছাতে পারা ছিল দারুণ এক ব্যাপার।”

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন