শিরোনাম

প্রচ্ছদ /   করোনা মোকাবিলায় ১১ কোটি অনুদান দিচ্ছে সাকিবের দল

করোনা মোকাবিলায় ১১ কোটি অনুদান দিচ্ছে সাকিবের দল

Avatar

শনিবার, এপ্রিল ১১, ২০২০

প্রিন্ট করুন

সারাবিশ্বের মতো ভারতেও ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এই ভাইরাস ঠেকাতে এগিয়ে এসেছে ক্রিকেটাঙ্গন। এর আগে আইপিএলের দুই ফ্র্যাঞ্চাইজি কিংস ইলেভেন পাঞ্জাব এবং কলকাতা নাইট রাইডার্স করোনা তহবিলে অর্থ সহায়তা করেছে।

এবার এগিয়ে এল বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসানের সর্বশেষ আইপিএল দল সানরাইজার্স হায়দরাবাদ। আইসিসির দেওয়া এক বছরের নিষেধাজ্ঞার কারণে এ বছরের জন্য সাকিবকে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

সানরাইজার্স হায়দরাবাদের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে বলা হয়, ‘কোভিড-১৯ রিলিফ ফান্ডে সানরাইজার্স হায়দরাবাদ ১০ কোটি রুপি অর্থসাহায্য করতে যাচ্ছে।’ যা বাংলাদেশী টাকায় ১১ কোটি টাকা।

স্বাভাবিক ভাবেই দেশের সংকটে ফ্র্যাঞ্চাইজি ক্লাবের ব্যাট ধরার সিদ্ধান্ত মন কেড়ে নেয় হায়দরাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নারের। ফ্র্যাঞ্চাইজিকে ধন্যবা জানিয়ে তিনি টুইটারে লিখেন, ‘ভীষণ ভালো একটা সিদ্ধান্ত। ওয়েল ডান সান টিভি গ্রুপ।’

উল্লেখ্য, বিশ্ব মহামারী করোনায় ডেভিড ওয়ার্নারের দেশ অস্ট্রেলিয়াও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। ৬ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন সেদেশে। মৃতের সংখ্যা ৫০ ছাড়িয়েছে।

দিনকয়েক আগে করোনা যুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করা চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানাতে মাথা কামিয় ফেলেন ওয়ার্নার। এখানেই শেষ নয়। এরপর একই কাজের জন্য ভারত অধিনায়ক বিরাট কোহলি, সতীর্থ স্টিভ স্মিথ, মার্কাস স্টোইনিস, অ্যাডাম জাম্পাদের চ্যালেঞ্জ জানান তিনি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন