শিরোনাম

প্রচ্ছদ /   বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া? জানা গেল চুড়ান্ত সিদ্ধান্ত

বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া? জানা গেল চুড়ান্ত সিদ্ধান্ত

Avatar

বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২০

প্রিন্ট করুন

অবশেষে শঙ্কাই সত্যি হলো। স্থগিত হয়ে গেল অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর। আগামী জুনে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল অসিদের। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে সমঝোতার ভিত্তিতে সফরটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড।

আসন্ন সফরে চট্টগ্রাম ও ঢাকায় দুটি টেস্ট খেলার কথা ছিল দুই দলের। ১১ থেকে ২৩ জুনের মধ্যে সফরটি শেষ হয়ে যেত। কিন্তু করোনা এতটুকু সময়ও বের করতে দেয়নি। তবে যেহেতু এই সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতায়, তাই বাতিল করার সম্ভাবনা নেই। দুই বোর্ড মিলে বসে ভবিষ্যতে আবারও নতুন সূচি তৈরি করবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘নিঃসন্দেহে খেলোয়াড় এবং দুই দলের ভক্তদের জন্য এটা হতাশাজনক। তবে কোভিড-১৯ মহামারিতে বিশ্বজুড়ে এখন যে অবস্থা, তাতে জরুরি স্বাস্থ্যগত দিকটি বিবেচনায় এনে বিসিবি এবং সিএ সবচেয়ে বিচক্ষণ এবং বাস্তবধর্মী সিদ্ধান্তে সম্মত হয়েছে।

আমরা আশা করছি, খুব দ্রুতই পরিস্থিতির উন্নতি হবে এবং অদূর ভবিষ্যতে সুবিধাজনক সময়ে সিরিজটি আয়োজন করতে পারব। এজন্য বিসিবি সিএ’র সঙ্গে ঘনিষ্টভাবে কাজ করবে, তাদের সঙ্গে আমাদের অতীত থেকেই সহযোগিতাপূর্ণ
সম্পর্ক।’

এদিকে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কেভিন রবার্টস বলেন, ‘সফর স্থগিত হওয়া দুঃখজনক। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে খোলাখুলি, আন্তরিক এবং দায়িত্বপূর্ণ আলোচনার ফলেই আমরা সমঝোতার একটা পর্যায়ে যেতে পেরেছি, এজন্য তাদের ধন্যবাদ জানাই।

আমাদের জনগণ এবং জাতির স্বাস্থ্যই দুই বোর্ডের এক নম্বর অগ্রাধিকার। দুই টেস্টের সিরিজ স্থগিত করার মাধ্যমে সেটা প্রতীয়মান হয়েছে। আমরা জানি, বিশ্ব ক্রিকেটে ব্যস্ত সূচি থাকে, তারপরও প্রতিশ্রুতি রক্ষায় আমরা সব কিছু করব এবং নতুন তারিখ বের করতে বিসিবির সঙ্গে কাজ করব।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন