শিরোনাম

প্রচ্ছদ /   করোনায় কেড়ে নিল বিশ্বসেরা তারকার প্রাণ

করোনায় কেড়ে নিল বিশ্বসেরা তারকার প্রাণ

Avatar

বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২০

প্রিন্ট করুন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন এটলেটিকো মাদ্রিদের সাবেক তারকা ফুটবলার মিগেল জোন্স। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮১ বছর।

৭০-এর দশকে এটলেটিকোর হয়ে মাঠ মাতিয়েছিলেন জোন্স। ১৯৫৯-১৯৬৭ সাল পর্যন্ত দীর্ঘ আট বছর মাদ্রিদের জায়ান্টদের জার্সিতে দেখা গেছে তাকে। এই সময়ে সর্বমোট ১২৯টি ম্যাচে মাঠে নেমে ৫০টি গোল করেছিলেন তিনি।

এটলেটিকো মাদ্রিদের হয়ে সম্ভাব্য সকল পজিশনেই মাঠে নামার অভিজ্ঞতা হয়েছিলো জোন্সের। তার সময়ে একটি উয়েফা কাপ, স্প্যানিশ লা লীগা এবং তিনটি কোপা দেল রে’র শিরোপা জেতে এটলেটিকো মাদ্রিদ।

স্প্যানিশ জনপ্রিয় দৈনিক মার্কার মতে আগে থেকেই ক্যান্সারে ভুগছিলেন জোন্স। এর সাথে করোনাভাইরাস যোগ হয়ে তার অবস্থা আরও খারাপ করে দেয়।

কিংবদন্তি এই তারকার মৃত্যুতে শোক জানিয়েছে এটলেটিকো মাদ্রিদ। এক টুইট বার্তায় তারা জানায়, “আমাদের ক্লাবের কিংবদন্তি তারকা মিগেল জোন্সের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। সে চিরকাল আমাদের হৃদয়ে থাকবে। তার চিরনিদ্রা শান্তিময় হোক।”

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন