শিরোনাম

প্রচ্ছদ /   ভিলিয়ার্স ওয়ার্নারদের পিছনে ফেলে ২০২০ এর বিশ্ব একাদশে মুশফিক

ভিলিয়ার্স ওয়ার্নারদের পিছনে ফেলে ২০২০ এর বিশ্ব একাদশে মুশফিক

Avatar

বুধবার, এপ্রিল ৮, ২০২০

প্রিন্ট করুন

বর্তমানে বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রকোপে মাঝে বিরতি নিয়েছে ক্রীড়াবিশ্ব । ক্রীড়াপ্রেমীরা খেলার প্রতি তাদের আবেগকে অনুসরণ করার জন্য অন্য বিভিন্ন উপায় খুঁজে পাচ্ছে – পুরনো অসাধারণ ম্যাচগুলির রিপ্লে দেখা, বিভিন্ন ধরনের টীম লাইন-আপ তৈরি করা।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ‘দি রোর’ বর্তমান টেস্টের এই বিশ্ব একাদশটি নির্বাচন করে । তবে এই ক্ষেত্রে প্রতিটি দেশ থেকে কেবল একজন খেলোয়াড় নিয়েই কাজটি করা হয়েছে ।

১) আজহার আলী (পাকিস্তান) – টেস্ট ৭৮, রান ৫৯১৯, গড় ৪২.৫৮, ১৬ সেঞ্চুরি ।

২) দিমুথ কারুনারাত্নে (শ্রীলংকা) – টেস্ট ৬৬, রান ৪৫২৪, গড় ৩৬.৭৮, ৯ সেঞ্চুরি ।

৩) কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড) – টেস্ট ৮০, রান ৬৪৭৬, গড় ৫০.৯৯, ২১ সেঞ্চুরি ।

৪) স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া) – টেস্ট ৭৩, রান ৭২২৭, গড় ৬২.৮৪, ২৬ সেঞ্চুরি ।

৫) ভিরাট কোহলি (ভারত) – টেস্ট ৮৬, রান ৭২৪০, গড় ৫৩.৬২, ২৭ সেঞ্চুরি ।

৬) বেন স্টোকস (ইংল্যান্ড) – টেস্ট ৬৩, রান ৪০৫৬, গড় ৩৬.৫৪, সেঞ্চুরি ৯, উইকেট ১৪৭ ।

৭) মুশফিকুর রহিম (বাংলাদেশ) – টেস্ট ৭০, রান ৪৪১৩, গড় ৩৬.৭৭, সেঞ্চুরি ৭, ক্যাচ ১০৪, ষ্ট্যাম্পিং ১৫ ।

৮) জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ) – টেস্ট ৪০, রান ১৮৯৮, গড় ৩২.৭২, সেঞ্চুরি ৩, উইকেট ১০৬ ।

৯) রশিদ খান (আফগানিস্তান) – টেস্ট ৪, উইকেট ২৩ ।

১০) টীম মুরতাঘ (আয়ারল্যান্ড) – টেস্ট ৩, উইকেট ১৩ ।

১১) কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা) – টেস্ট ৪৩, উইকেট ১৯৭ ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন