শিরোনাম

প্রচ্ছদ /   মাশরাফি নয় বড় দায়িত্ব পাচ্ছেন রাজ্জাক

মাশরাফি নয় বড় দায়িত্ব পাচ্ছেন রাজ্জাক

Avatar

বুধবার, এপ্রিল ৮, ২০২০

প্রিন্ট করুন

দীর্ঘ সময় ধরে নির্বাচক প্যানেল চলছে দুই সদস্য নিয়ে। বোর্ড অবশ্য অনেকদিন ধরেই চিন্তাভাবনা করছে সদস্যসংখ্যা একজন বাড়ানোর। সেই ভাবনা থেকেই নির্বাচক প্যানেলে যুক্ত হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে দেশের ক্রিকেটের বড় তারকা আব্দুর রাজ্জাককে।

বাংলাদেশের ক্রিকেটের উত্থানের সাথে জড়িয়ে আছে রাজ্জাকের নাম। ফর্ম আর বয়স বিবেচনায় জাতীয় দলে জায়গা হারালেও ঘরোয়া ও প্রথম শ্রেণির ক্রিকেটের পরিসংখ্যান বিচারে তার ধারেকাছে নেই কেউ। রাজ্জাকের এই অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বোর্ড, তাই অভিজ্ঞ এই বাঁহাতি স্পিনারকে দেওয়া হয়েছে নির্বাচকের ভূমিকা নেওয়ার প্রস্তাব।

রাজ্জাককে নির্বাচকের প্রস্তাব দেওয়ার বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক সমকাল। প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে খেলছিলেন রাজ্জাক। করোনাভাইরাসের কারণে লিগ এখন বন্ধ। রাজ্জাক প্রস্তাবের ব্যাপারে ভাবতে একটু সময় চেয়েছেন।

প্রতিবেদনে রাজ্জাক বলেন, ‘হ্যাঁ, আমার সঙ্গে কথা হয়েছে। একটু ভেবে সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় চেয়েছি। প্রিমিয়ার লিগের খেলা শেষ করে জানাতে চেয়েছিলাম। লিগের খেলাও তো স্থগিত হয়ে গেল। এখন বিষয়টি নিয়ে ভেবে দেখব। খেলা ছেড়ে দিয়ে নতুন কাজে যেতে হবে। সত্যি কথা বলতে, এটা সহজ সিদ্ধান্ত না। যে কোনো সিদ্ধান্ত ভেবেচিন্তে নেওয়া ভালো। তাতে আফসোস থাকবে না।’

রাজ্জাক ছাড়াও নির্বাচক প্যানেলের একটি পদের জন্য ভাবনায় ছিলেন সাবেক পেসার মঞ্জুরুল ইসলাম ও এখনো খেলে যাওয়া শাহরিয়ার নাফীস। সার্বিক বিবেচনায় রাজ্জাকই তিনজনের মধ্যে সবচেয়ে এগিয়ে। বোর্ডের প্রস্তাবে রাজি হয়ে গেলে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর নেতৃত্বে আরেক নির্বাচক হাবিবুল বাশার সুমনের সঙ্গী হবেন তিনি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন