শিরোনাম

প্রচ্ছদ /   ডি ভিলিয়ার্স বা কোহলি নয় যার ব্যাটিং পছন্দ লারার

ডি ভিলিয়ার্স বা কোহলি নয় যার ব্যাটিং পছন্দ লারার

Avatar

বুধবার, এপ্রিল ৮, ২০২০

প্রিন্ট করুন

নিউজিল্যান্ডের মাটিতে তাদেরকে টি-টোয়েন্টিতে ৫-০ তে হোয়াইটওয়াশ করে সফরকারী ভারত। তবে এরপরে ওয়ানডে ও টেস্টে হোয়াইটওয়াশ হয় বিরাট কোহলির নেতৃত্বাধীন দল ভারত। কিন্তু এই সিরিজে দুর্দান্ত ছিলেন ভারতীয় দলের অন্যতম সেরা ব্যাটসম্যান লোকেশ রাহুল।

তবে তাকে টেস্ট দলে না রাখার কারণে হতাশ হয়েছেন সাবেক ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং গ্রেট ব্রায়ান লারা। যেখানে বিরাট কোহলি বা স্টিভেন স্মিথ তার পছন্দের ব্যাটসম্যান না। তার প্রিয় ব্যাটসম্যান লোকেশ রাহুল।

ইউএসঅ্যাকাডেমি রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ খেলতে মুম্বাইয়ে এক পোগ্রামে লারা বলেন;“আমি জানি না রাহুলকে অন্তর্ভুক্তি না করার কারণ। তার ব্যাটিং টেকনিক এবং যেভাবে সে ব্যাট করে, তাতে যে কোনও দলে জায়গা পাওয়ার দাবি রাখে।”

নিজের পছন্দের ক্রিকেটারের নাম জানাতে গিয়ে লারা বলেন;“সারা বিশ্বে অনেক চমৎকার ব্যাটসম্যান আছে। স্টিভেন স্মিথ, বিরাট কোহলি, রোহিত শর্মা। আমার পছন্দের ব্যাটসম্যান হলো লোকেশ রাহুল।”

ভারতীয় ডানহাতি এই ব্যাটসম্যানের কোন দিকটা ভালো লেগেছে লারার? তিনি বলেন;“সে দারুণ ক্লাসের ব্যাটসম্যান। আমি বলতে চাইছি, যখন আপনি একজন খেলোয়াড়ের দিকে তাকাবেন তখন তার খেলাটা দেখবেন। তার টেকনিক অসাধারণ, আগ্রাসীও। তার ব্যাটিং বিনোদন দেয়। তার ব্যাটিং দেখতে ভালো লাগে। এটাই সহজ কথা।”

“তবে বিরাট কোহলির চেয়ে ভালো ব্যাটসম্যান নয় সে। বিরাট বিশ্বের সেরা ব্যাটসম্যান। আমি এখানে শুধু বলতে চাচ্ছি, কার ব্যাটিং দেখতে আমার ভালো লাগে। কাউকে অসম্মান করছি না।”– যোগ করেন তিনি।

প্রসঙ্গত যে, নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচ টি-টোয়েন্টিতে যাথাক্রমে ৫৬, ৫৭*, ২৭, ৩৯ ও ৪৫ রানের দারুণ ইনিংস খেলেন লোকেশ রাহুল। এছাড়া প্রথম ওয়ানডেতে ৮৮ ও তৃতীয় ওয়ানডে ১১২ রান করেন তিনি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন