শিরোনাম

প্রচ্ছদ /   ৫০০ পিপিই সহ যে পরিমাণ টেস্টিং কিট পাঠাচ্ছে সাকিব

৫০০ পিপিই সহ যে পরিমাণ টেস্টিং কিট পাঠাচ্ছে সাকিব

Avatar

শুক্রবার, এপ্রিল ৩, ২০২০

প্রিন্ট করুন

দেশের দুর্যোগকালীন সময়ে এগিয়ে এসেছেন ক্রিকেটাররা। মাশরাফি বিন মুর্তজা নিজের এলাকায় দিয়েছেন ৫০০ পিপিই, এবার সাকিব আল হাসান দিচ্ছেন করোনাভাইরাস শনাক্তকারী কিট। সাকিবের ফাউন্ডেশন থেকে কিট সরবরাহের কাজে প্রত্যক্ষভাবে সহযোগিতা করছে কনফিডেন্স গ্রুপ।

খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছে সাকিবের গড়া ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন’। সারা বিশ্বের বিভিন্ন ব্যক্তি ও সংস্থা থেকে অনুদান সংগ্রহের পর তহবিলটি প্রদান করা হচ্ছে ‘মিশন সেইভ বাংলাদেশ’ নামের এক উদ্যোগে। এই উদ্যোগ নিয়েছে দ্য ডেইলি স্টার, Sheba.xyz ও সমকাল।

এবার এই মহৎ দাতব্য কাজে সাকিবের ফাউন্ডেশনের সাথে যুক্ত হয়েছে কনফিডেন্স গ্রুপও। সাকিবের ফাউন্ডেশনের তহবিলে ২০ লাখ টাকার মোটা অঙ্কের অনুদান দেওয়া হয়েছে গ্রুপের পক্ষ থেকে। এই অর্থ সহায়তা দিয়ে করোনাভাইরাস শনাক্তকরণে প্রয়োজনীয় কিট পৌঁছে দেওয়া হবে সংশ্লিষ্ট ল্যাবরেটরিতে।

তিনি বলেন, ‘আমি কনফিডেন্স গ্রুপের সাথে একজোট হয়ে মানুষের জীবনে পরিবর্তন আনার লক্ষ্যে আরও কাজ করার ইচ্ছা প্রকাশ করছি।’

করোনাভাইরাসের কারণে বাংলাদেশে এই ভাইরাস শনাক্তকারী কিটের চাহিদা দেখা দিয়েছে। এক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশনে’র কার্যক্রম।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন