শিরোনাম

প্রচ্ছদ /   ছয় মাসে মাঠে না নেমেও আইসিসি র‍্যাংকিংয়ে ১ম ক্রিকেটার হিসেবে সাকিবের রেকর্ড

ছয় মাসে মাঠে না নেমেও আইসিসি র‍্যাংকিংয়ে ১ম ক্রিকেটার হিসেবে সাকিবের রেকর্ড

Avatar

শুক্রবার, এপ্রিল ৩, ২০২০

প্রিন্ট করুন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ৯ টাইগার ক্রিকেটার এখন পর্যন্ত তাদের ক্যারিয়ারে এমন কিছূ দূর্দান্ত রেকর্ড গড়েছেন যেগুলো হয়তো ভাঙবে না কোন দিনও। ক্রিকেট ইতিহাসে ডন ব্র্যাডমানের অবিশ্বাস্য সেই ৯৯.৯৪ গড়ের সাথে আশ্চর্য্য রেকর্ড হিসেবে এই সাত বাংলাদেশির নামও উচ্চারিত হয় ।

সাকিব আল হাসান – ক্রিকেট পাড়ায় সবাই তাকে মিস্টার অল রাউন্ডার হিসেবেই চিনেন । নিজের ক্যারিয়েরে এরই মাঝে গড়ে ফেলেছেন বেশ কিছু বিশ্ব রেকর্ড। একই ম্যাচে সেঞ্চুরি ও ৫ উইকেট, ১০ উইকেটও নিয়েছেন ।

এত এত রেকর্ডের মাঝেও তার যে রেকর্ড ক্রিকেট বিশ্বে অমরত্ব পেতে পারে – প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসি র‍্যাংকিংয়ে একই সাথে ৩ ফরম্যাটেই বিশ্বের শীর্ষ অল রাউন্ডার হওয়া ।

আন্তর্জাতিক ক্রিকেট দলের হয়ে এক সাথে যেখানে ৩ ফরম্যাটের দলে জায়গা ধরে রাখাই কঠিন যেকোনো খেলোয়াড়ের জন্য, সেখানে ক্রিকেটের ৩ ফরম্যাটে এমন কীর্তি গড়া প্রায় অসম্ভবই । ২০১৫ এর নভেম্বেরে প্রথম ক্রিকেটার হিসেবে এই রেকর্ড গড়েন সাকিব ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন