শিরোনাম

প্রচ্ছদ /   ম্যাচ ফিক্সিং হতে পারে বড় শাস্তি

ম্যাচ ফিক্সিং হতে পারে বড় শাস্তি

Avatar

বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২০

প্রিন্ট করুন

‘ম্যাচ ফিক্সিং’ বর্তমান সময়ে খেলাধুলা জগতে বড় এক অভিশাপের নাম, যার ছায়া এসে পড়েছে ক্রিকেট মাঠেও। এই ফিক্সিংয়ের জন্য একবার কাঠগড়াতে উঠতে হয়েছিলো ভারতের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনিকে। সেই যাত্রাতে অবশ্য রক্ষা পেয়েছিলেন তিনি। সেই ধোনিই এবার বেশ সরব হয়েছেন ফিক্সিং ইস্যুতে, যেখানে অর্থের বিনিময়ে নিজ দলের সঙ্গে প্রতারণা করাকে হত্যার চেয়ে জঘন্য বলছেন তিনি।

ভারতীয় বাজিকর দীপকের দৌরাত্ম্য ক্রিকেট আঙিনায় দীর্ঘদিনের। আইসিসির কালো তালিকাভুক্ত তিনি। ২০১৭ সালে একবার আটক হলেও যথেষ্ট অভিযোগ নেই বলে তিনি বারবার থেকে যান ধরাছোঁয়ার বাইরে। কারণ জুয়াকে এখনো অনেক ক্ষেত্রে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হয় না।আর তার জন্য নিষিদ্ধ এখন সাকিব আল হাসান।

‘এম এস ধোনি-দ্য আনটোল্ড স্টোরি’ নামে ২০১৬ সালে একটা সিনেমার মাধ্যমে নিজের আত্মজীবনী ভক্ত-সমর্থকদের সামনে তুলে ধরেন ধোনি। ১৯০ মিনিট ব্যাপ্তিকালের সেই সিনেমাটিতে তুলে আনা সম্ভব হয়নি ক্রিকেটার ধোনির জীবনের অনেক ঘটনাই। সেই না বলা কথাগুলা নিয়ে এবার ‘রোর অফ দ্য লায়ন’ নামে ফের পর্দায় ফিরছেন ধোনি।

সবই তো জেনে ফেলেছেন! স্কুল জীবনের মাহি থেকে ভারতীয় রেলের টিকিট কালেক্ট হয়ে ২০১১ সালে ওয়াংখেড়েতে বিশ্বকাপ জয়। জানা হয়ে গেছে ভারতীয় ক্রিকেটের সুপারস্টার মাহেন্দ্র সিং ধোনির ক্রিকেট জীবনের পুরোটাই! আবার নতুন করে কী বলার থাকতে পারে ধোনির! তবে সেসব জানার মধ্যে বাদ পড়ে গেছে বিস্তর একটা অংশ, এখনও এমন একটা কথা রয়েছে যা এমএস ধোনি জানাননি তার সমর্থকদের। সেই কথাটাই বলবেন এবার তিনি। তাই আরও একবার তাঁর জীবনী আসছে পর্দায়।

স্টার ইন্ডিয়ার মোবাইল অ্যাপ্লিকেশন ‘হটস্টারে’ নতুন একটি ডকুমেন্টরি ড্রামা’তে এবার নিজের জীবনের অজানা গল্পের সন্ধান দেবেন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান। ‘রোর অফ দ্য লায়ন’ নামে সম্প্রতি মুক্তি পেল সেই ডকু-ড্রামাটির একটি প্রমোশনাল ভিডিও চিত্র, যেখানে নিজেই জীবনের এক গোপন রহস্য ফাঁস করলেন ধোনি।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটে তার দল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ওঠা অভিযোগে জড়িয়ে যায় অধিনায়ক ধোনির নামও। তবে সেবার তদন্তে নির্দোষ প্রমাণিত হন ধোনি। তবে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয় তার দল চেন্নাইকে। সেই নির্বাসন কাটিয়ে ফের আইপিএল আঙিনায় ফিরেই চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস৷ যার নেতা সেই ধোনি৷

সিএসকে ও ধোনিকে নিয়ে তৈরি হওয়া ডকুমেন্ট্রিকে তিনি জানিয়েছেন, ‘আমার কাছে ম্যাচ ফিক্সিং মার্ডারের থেকেও বেশি অপরাধের৷ ম্যাচ ফিক্সিংয়ে দলের নাম জড়িয়েছিল৷ আমার বিরুদ্ধেও অভিযোগ উঠেছিল৷ সেটা কঠিন সময় ছিল৷ সমর্থকদের কাছে শাস্তিটা একটু বেশিই ছিল৷ সুতরাং ফিরে আসাটা ছিল আবেগের৷ আমি সব সময় বলতাম তুমি শক্তিশালী হলে কেউ তোমাকে হত্যা করতে পারবে না৷’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন