শিরোনাম

প্রচ্ছদ /   হাত বাড়ালেন ১ম শ্রেণীর ক্রিকেটাররা দিলেন কোটি টাকার অনুদান

হাত বাড়ালেন ১ম শ্রেণীর ক্রিকেটাররা দিলেন কোটি টাকার অনুদান

Avatar

বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২০

প্রিন্ট করুন

জাতীয় দলের ২৭ জন ক্রিকেটারের পর এবার তহবিলে সহায়তা প্রদান করছেন প্রথম শ্রেণির চুক্তিবদ্ধ ক্রিকেটাররা। মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবালদের মত তারাও মাসিক বেতনের অর্ধেক দান করবেন করোনাভাইরাস মোকাবেলায় তহবিল গঠনে।

প্রথম শ্রেণির ক্রিকেটে বোর্ডের সাথে চুক্তিবদ্ধ মোট ৯১ জন ক্রিকেটার এই মহৎ উদ্যোগ গ্রহণ করেছেন। ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

এর আগে কোয়াব সাবেক-বর্তমান ক্রিকেটারদের নিয়ে করোনাভাইরাস মোকাবেলায় তহবিল গঠনের ঘোষণা দেয়। প্রথম শ্রেণির ক্রিকেটারদের অনুদান এই তহবিলেই যুক্ত হবে। কোয়াব জানায়, ‘বাংলাদেশের চুক্তিবদ্ধ ৯১ জন প্রথম শ্রেণির ক্রিকেটার তাদের মাসিক (এক মাস) বেতনের অর্ধেক কোয়াবের সহায়তা তহবিলে প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন।’

কেন্দ্রীয় চুক্তিতে না থাকলেও দেশের শীর্ষস্থানীয় অনেক ক্রিকেটার প্রথম শ্রেণির চুক্তিতে রয়েছেন। তাদের প্রশংসনীয় উদ্যোগের কথা জানিয়ে সাধারণ সম্পাদক দেবব্রত পাল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কোয়াব উল্লেখ করে, ‘দেশের এই ক্রান্তিকালে প্রথম শ্রেণির ক্রিকেটাররা যে মানবিকতা, দায়িত্ববোধ ও সচেতনতার পরিচয় দিয়েছেন তা অত্যন্ত প্রশংসনীয়।

ক্রিকেটারদের সংগঠন হিসেবে তাদের এই গুরুত্ববহ সিদ্ধান্তে প্রতি সম্মান জানাচ্ছি। আমাদের একতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই ক্রিকেটারদের স্বার্থরক্ষা ও দেশের ক্রিকেটের উন্নয়ন সম্ভব। আমরা বিশ্বাস করি, আগামী দিনগুলোতে ক্রিকেটারদের এই সম্মিলিত প্রচেষ্টায় দেশের ক্রিকেট উন্নয়ন ও গুণগত মান উত্তরোত্তর বৃদ্ধি পাবে।’

তুষার ইমরান, আব্দুর রাজ্জাক, এনামুল হক জুনিয়র, জহুরুল ইসলাম অমি বা নুরুল হাসান সোহানদের এই উদ্যোগে গতি পেল কোয়াবের তহবিল গঠনের কাজও। এর আগে সাবেক-বর্তমান ক্রিকেটার ও ক্রিকেট সংশ্লিষ্টদের কাছ থেকে অনুদান আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল কোয়াব।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন