শিরোনাম

প্রচ্ছদ /   ১ম আইপিএলেই জাহানারার অবিশ্বাস্য রেকর্ড যা আর নেই কারো

১ম আইপিএলেই জাহানারার অবিশ্বাস্য রেকর্ড যা আর নেই কারো

Avatar

বুধবার, এপ্রিল ১, ২০২০

প্রিন্ট করুন

২০১৯ নারীদের আইপিএল উইমেন্স টি-টোয়েন্টি আসরে অভিষেক হয়েছে বাংলাদেশ নারী দলের তারকা পেসার জাহানারা আলমের। এই মিনি আইপিএলে ভেলোসিটির হয়ে খেলেন জাহানারা। ফাইনালের মঞ্চে বল হাতে রীতিমতো আগুন ঝরিয়েছেন তিনি। শিকার করেছেন ২ উইকেট; এর একটি বেস্ট বল অব দ্য আইপিএল নির্বাচিত হয়েছে। যা মেয়েদের প্রথম মিনি আইপিএলের রেকর্ড।

গত বছরের ১১ মে জয়পুরে শিরোপা নির্ধারণী ম্যাচে সুপারনোভাসের বিপক্ষে ১২তম ওভারে নিজের দ্বিতীয় ওভার করতে এসে ছিলেন জাহানারা। সেই ওভারের শেষ বলে ইংলিশ ব্যাটার নাটালি শিভারের অফ স্টাম্প উপড়ে দেন তিনি।

সেটিই বেস্ট বল অব দ্য নারী আইপিএল নির্বাচিত হয়েছে। আর নিজের তৃতীয় ওভারে ওয়ানডেতে ৫ সেঞ্চুরি হাঁকানো নিউজিল্যান্ডের সোফি ডিভাইনকে সাজঘরের পথ দেখান ডানহাতি পেসার।

ফাইনালি লড়াইয়ে সব মিলিয়ে চার ওভার বোলিং করে ২১ রানে ২ উইকেট নেন জাহানারা। তার অনবদ্য বোলিং নৈপুণ্যে ম্যাচে ফেরে ভেলোসিটি।

যদিও রোমাঞ্চকর ফাইনালে শেষ পর্যন্ত চার উইকেটে হেরে গেছে দলটি। প্রথমে ব্যাট করে ১২১/৬ রান করে ভেলোসিটি। জবাবে হারমানপ্রিত কাউরের হাফসেঞ্চুরিতে (৫১) শেষ বলে শ্বাসরুদ্ধকর জয় পায় সুপারনোভাস।

ম্যাচশেষে জাহানারা বলেন, ‘পেস বোলার হিসেবে সেরা ডেলিভারিটি করতে পেরে আমি খুশি। আমি মূলত ডট বল করতে চেয়েছি, উইকেট পেয়েছি। ম্যাচের মোমেন্টাম পরিবর্তন করেছি। এ কারণে আমি অনেক বেশি আনন্দিত। এবার চেষ্টা করেছি, ভবিষ্যতে সুযোগ পেলে আরও ভালো করার চেষ্টা করব।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন