শিরোনাম

প্রচ্ছদ /   বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড দেখেনিন ১১ সদস্যের একাদশ

বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড দেখেনিন ১১ সদস্যের একাদশ

Avatar

বুধবার, এপ্রিল ১, ২০২০

প্রিন্ট করুন

অপেক্ষার প্রহর তবে শেষ হলো। অবশেষে নিউজিল্যান্ডের হয়ে খেলার জন্য ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির ছাড়পত্র পেলেন দক্ষিণ আফ্রিকান বংশদ্ভূত ব্যাটসম্যান ডেভন কনওয়ে। আইসিসি জানিয়েছে, আগামী ২৮শে আগষ্ট থেকে কিউইদের হয়ে খেলতে পারবেন তিনি।

কনওয়ের খুশির মাত্রা আরেকটু বেশি করতে পারে ঐ মাসেই শুরু হতে যাওয়া বাংলাদেশ সফরটি। যদিও ব্ল্যাক ক্যাপসদের বাংলাদেশ সফরটি শুরু হবে ১২ই আগষ্ট থেকে, তবুও ডেভনকে সেই সিরিজটি খেলার সুযোগ করে দিবে আইসিসি। তবে সেক্ষেত্রে তাকে নিউজিল্যান্ড স্কোয়াডে জায়গা করে নিতে হবে।

অবশ্য প্রোটিয়ান বংশদ্ভূত এই ক্রিকেটারের নিউজিল্যান্ডের জাতীয় দলে খেলার অনুমতি পাওয়ার ব্যাপারটি অনেকটা অনুমিতই ছিল। ২০১৭-১৮ থেকেই ঘরোয়া ক্রিকেটে ওয়েলিংটন ফায়ারবার্ডসের হয়ে প্রতিটি ফর্ম্যাটে দারুণ খেলেছেন তিনি। এরপর ২০১৯-২০ মৌসুমে টুর্নামেন্ট সেরা স্কোর করে দলকে প্লাঙ্কেট শিল্ড শিরোপা জিতিয়ে রীতিমতো নায়ক বনে যান তিনি।

তবে গত অক্টোবরে কেন্টাবুরির বিপক্ষে খেলা অপ্রতিরোধ্য ৩২৭ রানের ইনিংস দিয়েই মূলত সবার নজরে আসেন কনওয়ে। শুধু তাই নয়, এবছর জানুয়ারিতেও তাঁরই হাত ধরে ঘরোয়া টি-টোয়েন্টি লীগে শিরোপা জিতেছে ওয়েলিংটন। গোটা টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত খেলা কনওয়ে সেখানে ৬৭.৮৭ গড়ে মোট ৫৪৩ রান করেন।

এদিকে আইসিসির কাছ থেকে সুখবর পাওয়ার পর আজ মঙ্গলবার প্রেস কনফারেন্সে এসেছিলেন তিনি। জাতীয় দলে খেলার অনুমতি পেয়ে তিনি যে পরিমাণ খুশি হয়েছিলেন, সেটি যেন বর্তমানে চলা করোনা পরিস্থিতির কারণে হারিয়ে গিয়েছিল।

প্রেস কনফারেন্সে নিজের প্রতিক্রিয়া জানিয়ে ডেভন কনওয়ে বলেন, ‘আসলে এই মুহূর্তে মিশ্র অনুভূতি কাজ করছে। খেলার অনুমতি পেয়েছি, এই খবরটা শুনে আমি অবশ্যই খুশি। কিন্তু বিশ্বজুড়ে যা হচ্ছে, পুরো অবস্থাই কেমন যেন।’

তবে জাতীয় দলে খেলার অনুমতি পেলেও সেখানে খেলার সুযোগ পাওয়াটা যে সহজ হবে না এটিও মনে করিয়ে দিলেন তিনি, ‘আমাকে কাজ করে যেতে হবে। আশা করছি, ব্ল্যাক ক্যাপসের হয়ে খেলার সুযোগ পাব। তবে এই দলটিতে বিশ্বমানের খেলোয়াড়রা আছেন, (তাই জায়গা পাওয়াটা) সহজ হবে না।’

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল(অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম,নাইম , মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ,  তাইজুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন