শিরোনাম

প্রচ্ছদ /   বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া অধিনায়কের দায়িত্বে সাকিব

বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া অধিনায়কের দায়িত্বে সাকিব

Avatar

মঙ্গলবার, মার্চ ৩১, ২০২০

প্রিন্ট করুন

অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর চূড়ান্ত। চলতি বছরের জুনে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া দল। ঢাকা ও চট্টগ্রাম হবে দুই টেস্টের ভেন্যু।

চলতি বছরের মে মাসে আয়ারল্যান্ড সফরের তিন ওয়ানডে ও চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছিল বিসিবি। একই সাথে প্রকাশ হয়েছে জুনে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরের সূচিও।

ঘরের মাঠে আগামী জুন মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে চট্টগ্রামে মুখোমুখি হবার কথা ছিল বাংলাদেশের। ম্যাচ শুরু হবার কথা ছিল ১১ জুন থেকে।

সূচী অনুযায়ী তিন দিন বিরতির পর ১৯ থেকে ২৩ জুন মিরপুরে মাঠে গড়ানোর কথা ছিল দ্বিতীয় টেস্ট।কিন্তু তা এখন বর্তমান পরিস্থিতির জন্য স্থগিত করা হয়েছে।

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যবর্তী সবগুলো ম্যাচে থাকবেন সাকিব আল হাসান একটি সূত্র তা জানিয়েছে।কারণ কোভিড১৯ এর জন্য তা অক্টোবরের পরেই যাবে নতুন সময়সূচী।

আইসিসি বলছে, আগামী এক বছর তিনি খেলতে পারবেন না, কিন্তু তিনি যদি সাজার সব শর্ত মেনে চলেন তাহলে তিনি ২০২০ সালের ২৯শে অক্টোবর থেকে মাঠে ফিরে আসতে পারবেন।

এই থেকে বুজা যাচ্ছে সাকিব আল হাসান অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে থাকবেন এবং টেস্ট দলের অধিনায়কত্বের দায়িত্ব ও পরবে সাকিব আল হাসানের।চলুন দেখে নেয়া যাক কেমন হতে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে একাদশ –

বাংলাদেশ একাদশঃ তামিম ইকবাল,নাইম শেখ , লিটন দাস (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন/মোহাম্মদ মিথুন, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফউদ্দিন, আমিনুল ইসলাম, শফিউল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন