শিরোনাম

প্রচ্ছদ /   সিএনজি চালকের ছেলে আমিনুল বিল্পব দিলেন ৫০ কোটির সমান অনুদান

সিএনজি চালকের ছেলে আমিনুল বিল্পব দিলেন ৫০ কোটির সমান অনুদান

Avatar

শুক্রবার, মার্চ ২৭, ২০২০

প্রিন্ট করুন

করোনাভাইরাস মোকাবেলায় দেশের ২৭ ক্রিকেটার নিজেদের বেতনের অর্ধেক দিয়েছেন সেটা কারো অজানা নয় এখন আর৷ তবে এই ২৭ জন ক্রিকেটারের মধ্যে একজন ক্রিকেটারের গল্পটা একটু ভিন্ন। তার নাম লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। যেখানে তালিকার সবার নিচে রয়েছে তার নাম।

২৭ জন ক্রিকেটারের মধ্যে ১৭ জন ক্রিকেটার আছেন যারা বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে আছেন। আর বাকি ১০ জনের মধ্যে অনেকেই আগের চুক্তিতে ছিলেন কিংবা চুক্তিতে না থাকলেও খেলেছেন জাতীয় দলের হয়ে জিম্বাবুয়ে সিরিজে। স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবও ছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে দলে। তবে ছিলেন না কোন চুক্তিতে।

বিসিবির নতুন চুক্তিতেও জায়গা হয়নি এই লেগ স্পিনারের। টি-টোয়েন্টি দলে নিয়মিত মুখ হলেও তাকে কেন রাখেনি বিসিবি সেটিও ভাবার বিষয়। যদিও ইনজুরিতে তাকে ছিটকে যেতে হয়েছে বারবার।

বাবা সিএনজি চালিয়ে তাকে নিয়ে এসেছেন এতদুর। এমন সংসারে তার উপার্জন অবশ্যই পরিবারের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তবে দেশের এমন ক্রান্তিলগ্নে পরিবারের আগে দেশের কথাই ভেবেছেন তিনি। তাই সবার শেষে হলেও লিখিয়েছেন অনুদানের তালিকাতে নিজের নাম। বেতনের ৫০ হাজার টাকা দিলেও তার এই অনুদান অবশ্যই ৫০ কোটির সমান।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন