শিরোনাম

প্রচ্ছদ /   বাংলাদেশের মানুষদের একহাত নিলেন রুবেল

বাংলাদেশের মানুষদের একহাত নিলেন রুবেল

Avatar

শনিবার, মার্চ ২১, ২০২০

প্রিন্ট করুন

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময়ে বেড়েই চলেছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম। চাল, ডাল, তেলের মত অপরিহার্য দ্রব্য তো বটেই; করোনাভাইরাস ঠেকাতে যেসব উপকরণ ব্যবহার করা প্রয়োজন- সেগুলোর দামও ক্রমশ বাড়ছে। এতে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশি ক্রিকেটার রুবেল হোসেন।

জাতীয় দলের তারকা এই পেসার সুবিধাবাদি ব্যবসায়ীদের কঠোর সমালোচনা করেছেন। অন্যান্য দেশে বিপর্যয়ের সময় দ্রব্যমূল্যের দাম করলেও বাংলাদেশে এক শ্রেণির মুনাফালোভী মানুষ ব্যবহার্য পণ্যের দাম হাঁকায় কয়েকগুণ বেশি। এতে অন্যদের মত ক্ষুব্ধ রুবেলও।

কারোনা ভাইরাসে কারণে এখান প্রতিদিনই বাড়ছে দ্রব্যের মূল্যের দাম। আইন প্রয়োগ করেও থামানো যাচ্ছে না এই উচ্চমূল্য। কিছু অসাধু ব্যবসায়ী কারণে বাড়ছে এই মূল্য। কারোনা ভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়ার সাথে সাথেই মাস্কের দাম বেড়েছে কয়েকগুণ। এই নিয়ে আজ রুবেল হোসেন তার ফেসবুক পেজে লেখেন “লোভী ও নির্মম জাতি আমরা।

চায়নাতে এতো বড় একটা বিপর্যয় গেল মাস্কের দাম কমিয়ে দিল উৎপাদনকারী প্রতিষ্ঠান,কারণ তারা মানুষ।আর করোনার নাম শুনেই ৫ টাকার মাস্ক ৫০ টাকা,আর ২০ টাকার মাস্ক ১০০\ ১৫০ টাকা!কারণ আমরা লুভি অমানুষ!

শ্রদ্ধার সাথে স্মরণ করছি একাত্তরের সেই বীর সন্তানদের যাদের মিলিত প্রচেষ্টায় আমরা পেয়েছি এই স্বাধীনতা। অথচ আজ কেন এই বিপর্যয় আমরা সবাই এক নই । কেন?

মাস্ক, স্যানিটাইজার এবং মুদি বাজারের সমস্ত জিনিসপত্রের দাম বেড়েই চলেছে ধিক্কার জানাই ওই সমস্ত লুভি মুনাফাখোর ব্যবসায়ীদের যারা কৃত্রিম সংকট তৈরী করে দাম বাড়াচ্ছে তারাই আসলে দেশের করোনা ভাইরাস।”

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন