শিরোনাম

প্রচ্ছদ /   নতুন ইতিহাস গড়লেন মাহমুদুল্লাহ

নতুন ইতিহাস গড়লেন মাহমুদুল্লাহ

Avatar

রবিবার, মার্চ ১, ২০২০

প্রিন্ট করুন

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করেছে বাংলাদেশ।শুরু থেকেই দেখেশুনে খেলছিলেন তামিম। লিটন ব্যাট চালিয়ে গেলেও তামিম মন্থরগতিতে রান তুলতে থাকেন। কিন্তু নিজের ইনিংস লম্বা করতে ব্যর্থ হয়েছেন। ৪৩ বলে ২৪ রানে ফিরেছেন।

ওয়েসলি মাদহেভের বলটি এলবিডব্লিউর শিকার হলে আম্পায়ার সোজা আঙুল তুলেন। কিন্তু তামিম রিভিউ নিলেন; সাথে আলোচনা করেই নিয়েছিলেন। পা বাড়িয়ে ডিফেন্স করতে চেয়েছিলেন তামিম। ব্যাটের কানা ফাঁকি দিয়ে আঘাত হানে প্যাডে। তামিম রিভিউ নেওয়ার পর বল ট্যাকিংয়ে দেখা গেছে বল আঘাত হানতো লেগ-মিডল স্টাম্পে। রিভিউ খুইয়ে ফিরে যান তামিম।

তামিম ইকবালের বিদায়ের পর লিটন দাসকে ভালোই সঙ্গ দিচ্ছিলেন বাঁহাতি ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত।কিন্তু আম্পায়ারের ভুল সিদ্ধান্তের শিকার হয়ে এলবিডব্লিউ হয়ে ফিরলেন শান্ত। টিনোটেন্দা মুতোম্বোজির বলে ফেরার আগে ২৯ রান করেন তিনি।

ইনিংসের ৩৪তম ওভারের ১ম বলেই ৪ মেরে ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরির দেখা পান বাংলাদেশ ক্রিকেট দলের ওপেনার লিটন দাস। তবে ওভারের শেষ বলেই রিচমন্ড মুতুম্বামির হাতে ধরা পড়েন উইকেটরক্ষক মুশফিকুর রহিম। ব্যক্তিগত ১৯ রানে ডোনাল্ড ট্রিপানোর বলে আউট হয়ে সাজঘরে ফিরেন তিনি।

১০৫ বলে ১২৬ রান করে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন লিটন দাস। এরপর মাঠে নেমেই রেকর্ড গড়েন মাহমুদল্লাহ রিয়াদ। বাংলাদেশের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেটে ৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন এই অলরাউন্ডার।

গত বছর বিশ্বকাপে অংশ নেয়ার পর এই প্রথম ওয়ানডে ম্যাচ খেলতে নেমেছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বিশ্বকাপের পর বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরে ইনজুরির কারণে ছিলেন না মাশরাফি।

এছাড়া পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনও গত বছর বিশ্বকাপে অংশ নেয়ার পর এই প্রথম ওয়ানডে ম্যাচ খেলতে নেমেছেন। আর ২০১৮ সালে সর্বশেষ ওয়ানডে খেলা নাজমুল হোসেন শান্তও আছেন এই ম্যাচের একাদশে।

অন্যদিকে, এই ম্যাচের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে জিম্বাবুয়ের অলরাউন্ডার ওয়েসলি মাধিভেরের।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে একাদশ: চামু চিবাবা (অধিনায়ক), কামুনহুকামউই, ব্রেন্ডন টেইলর, মুতুম্বামি, চাকাভা (উইকেটরক্ষক), সিকান্দার রাজা, মাধিভেরে, মুতোমবোদজি, এমপোফু, মুম্বা, তিরিপানো।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন