স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজ প্রথম ম্যাচে টসে জিতে ব্যাটিং করছে বাংলাদেশ।
টসে জিতে ব্যাটিংয়ে নেমে তামিম দেখেশুনে খেললেও লিটন শুরু থেকেই ছিলেন আক্রমণাত্নক৷ ওপেনিংয়ে ৬০ রানের জুটি গড়ে তামিম ফিরে গেলেও লিটন দমে যাননি। খেলতে থাকেন নিজের স্বাভাবিক খেলা।
তামিম ইকবাল আউট হওয়ার আগে ৪৩ বলে ২৪ রান করেন। শান্ত আউট হন ৩৮ বলে ২৯ রান করে।তারা দুজন প্যাভিলিওনে ফিরলেই সেঞ্চুরী তুলে নিয়েছেন লিটন দাস। ব্যাট করেহে ১২০ স্ট্রাইক রেটে।
১৩ চার ও ২ ছক্কায় মাত্র ১০৫ বলে নিজের শতক তুলে নিয়ে ১২৬ রান করে ইনজুরি আক্রান্ত হয়ে সাজঘরে ফিরে যান লিটন দাস।
মিঠুন ৫ চার ও ১ ছক্কায় ৪০ বলে করেন ৫০ রান। এরপর পফুর বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান সাজঘরে।
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশঃ৩২১/৬ (৫০ওভার) তামিম ২৪(৪৩), লিটন ১২৬(১০৫) রিটায়ার্ড হার্ট, শান্ত ২৯(৩৮), মুশফিক ১৩(১৮)সাইফুদ্দিনঃ২৮(১৫)
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন