শিরোনাম

প্রচ্ছদ /   পাকিস্তান সিরিজে নতুন অধিনায়ক বাংলাদেশের

পাকিস্তান সিরিজে নতুন অধিনায়ক বাংলাদেশের

Avatar

শনিবার, ফেব্রুয়ারী ২৯, ২০২০

প্রিন্ট করুন

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এপ্রিলে একটি টেস্টের সাথে একটি ওয়ানডেও খেলবে টাইগাররা।

এদিকে তিন ফরম্যাটের মধ্যে শুধু ওয়ানডেতেই খেলছেন মাশরাফি। দলে মাশরাফি সুযোগ পাবেন কিনা, অধিনায়কত্ব করবেন কিনা সেগুলো সিদ্ধান্ত নেবে বোর্ড। তবে পাকিস্তান সফর করার ইচ্ছা আছে কি মাশরাফির?

সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে খেলার আগে আজ মাশরাফি জানালেন বাংলাদেশের ক্রিকেটের প্রয়োজনে তাকে যেখানে ডাকবে সেখানেই তিনি যাবেন।

সংবাদ সম্মেলনে মাশরাফি বলেছেন, ‘প্রথমত জানি না এই সিরিজের পর কি হবে। বাংলাদেশ ক্রিকেটের প্রয়োজনে আমাকে যেখানেই ডাকবে সেখানে আমি থাকব। আমি অনুভব করি ক্রিকেট বোর্ড আমাদের অভিভাবক। তারা যে-ই সিদ্ধান্ত নেবে সেটা একবার, দুইবার, দশবার ভেবেই নেবে। ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তকেই আমাদের উচিৎ চূড়ান্ত করা।’

এর আগেও তাকে একই প্রশ্ন করা হয়েছিল বিপিএলের সময়। সেদিনও বলেছিলেন, ‘যদি টি-টোয়েন্টি খেলতাম তাহলে অবশ্যই পাকিস্তান সফর করতাম।’

উলেক্ষ্য, নিরাপত্তা ইস্যুতে শুধুমাত্র মুশফিকুর রহিমই পাকিস্তান সফর করেননি। শুরুতে বিসিবি তার সিদ্ধান্তকে স্বাগত জানালেও দল ব্যর্থ হওয়ার পর তার সিদ্ধান্তের সমালোচনা করেন বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন। তবে মুশফিকের সিদ্ধান্তকে সমর্থন করা উচিত বলে মন্তব্য করেছেন মাশরাফি।

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের পর মাশরাফির ভবিষ্যত নির্ধারণ হতে পারে। বোর্ড প্রধান ইঙ্গিত দিয়েছেন অধিনায়ক হিসেবে এটাই মাশরাফির শেষ সিরিজ। তাই এই সিরিজ শেষ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে সবাইকে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন