শিরোনাম

প্রচ্ছদ /   রিপ্লেস হিসেবে দলে ডাক পেলেন সাকিব

রিপ্লেস হিসেবে দলে ডাক পেলেন সাকিব

Avatar

শুক্রবার, ফেব্রুয়ারী ২৮, ২০২০

প্রিন্ট করুন

ডানহাতি পেসার মার্ক উডের সময়টা ভালোই যাচ্ছিল। দক্ষিণ আফ্রিকা সফরে দারুণ সাফল্য এনে দিচ্ছিলেন দলকে। তবে এবার আততায়ীর ভূমিকায় হাজির হয়ে ‘চোট’ তাকে ছিটকে ফেলেছে মাঠের বাইরে।

৩০ বছর বয়সী এই ফাস্ট বোলার পড়েছেন সাইড স্ট্রেইনের ইঞ্জুরিতে। ফলে আগামী মাসে দলের সাথে শ্রীলঙ্কা সফরে যাওয়া হচ্ছে না তার।

দক্ষিণ আফ্রিকায় চার ম্যাচের টেস্ট সিরিজ হার দিয়ে শুরু করেও পরের তিন ম্যাচে দাপুটে জয় তুলে সিরিজ নিজেদের করে নেয় ইংল্যান্ড। সেই দল থেকে তিনটি পরিবর্তন নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা করা হয়েছিল। কিন্তু ১৬ সদস্যের সেই দল থেকে ছিটকে পড়েছেন উড।

তার সর্বনাশে অবশ্য পৌষ মাস এসেছে তরুণ পেসার সাকিব মাহমুদের। ল্যাঙ্কাশায়ারের এই ২৩ বছর বয়সী ক্রিকেটার উডের বদলি হিসেবে ইংল্যান্ডের টেস্ট দলে ডাক পেয়েছেন। এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে জাতীয় দলের হয়ে একটি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা হলেও টেস্ট খেলা হয়নি সাকিবের। সুযোগ পেলে এবারই অভিষেক ঘটবে ডানহাতি পেসারের।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসাবে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যকার টেস্ট সিরিজটি শুরু হবে আগামী ১৯ মার্চ, গলে। সিরিজের দ্বিতীয় ম্যাচটি ২৭-৩১ মার্চ কলম্বোতে অনুষ্ঠিত হবে।

একনজরে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে ইংল্যান্ডের স্কোয়াড

জো রুট (অধিনায়ক), বেন স্টোকস (সহ-অধিনায়ক), ডমিনিক বেস, স্টুয়ার্ট ব্রড, জস বাটলার, জ্যাক ক্রাউলে, স্যাম কারান, জো ডেনলি, বেন ফোকস, কিটোন জেনিংস, জ্যাক লিচ, ম্যাথু পার্কিনসন, ওলি পোপ, ডমিনিক সিবলে, ক্রিস ওকস, সাকিব মাহমুদ।

সূত্রঃ বিডিক্রিকটাইম

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন