বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকি উপলক্ষে দুইটি টি-২০ ম্যাচ আয়োজন করছে বিসিবি। এই দুটি টি-২০ ম্যাচ এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যে হবে।
জানা গেছে, এই বছরের মার্চে এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশের মধ্যকার ২টি টি-২০ ম্যাচ আয়োজন করবে বিসিবি। এই দুইটি টি-২০ ম্যাচ আইসিসি আন্তর্জাতিক স্ট্যাটাস দিয়েছে। মূলত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে এই আয়োজন বিসিবির।
এশিয়া একাদশের বিপক্ষে এই ম্যাচে বিশ্ব একাদশের ১২ সদস্যের স্কোয়াড তৈরি করা হয়েছে। বিশ্ব একাদশের ৪ জন রয়েছে ওয়েস্ট ইন্ডিজের। তার মধ্যে রয়েছেন ক্রিস গেইল, কাইরন পোলার্ড, শেল্ডোন কটট্রেল ও নিকোলাস পরান।
দক্ষিণ আফ্রিকা থেকে খেলবেন ৩ জন ক্রিকেটার। অধিনায়ক ডু প্লেসিসের সাথে থাকবেন এ্যান্ড্রু টাই ও লুঙ্গি এনগিদি। ইংল্যান্ড থেকে জনি বেয়ারস্টো, অ্যালেক্স হেলস ও আদিল রশিদ মাতাবেন মিরপুর।
আর নিউজিল্যান্ড থেকে মিচেল ম্যাকলাঙ্ঘানের সাথে থাকবেন রম টেলরে । এসময় অস্ট্রেলিয়ার-নিউজিল্যান্ড সিরিজ থাকায় থাকছেন না কোন অজি ক্রিকেটার।
উল্লেখ্য, আগামী মাসের ১৮ ও ২১ তারিখ মিরপুরে অনুষ্ঠিত হবে দুই ম্যাচ।
বিশ্ব একাদশঃ অ্যালেক্স হেলস, নিকোলাস পুরান, জনি বেয়ারস্টো, আদিল রশিদ, কাইরন পোলার্ড, রস টেলর, মিচেল ম্যাকলঙ্ঘান, লুঙ্গি এনগিদি, ক্রিস গেইল, ফাফ ডু প্লেসিস, এন্ড্রু টাই, ও শেলডন কটট্রেল।
এশিয়া একাদশ: লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, রিশাভ পান্ট, কূলদ্বীপ যাদব, মোহাম্মদ শামি, থিসারা পেরেরা, লাসিথ মালিঙ্গা, রশিদ খান, মুজিব উর রহমান, মুস্তাফিজুর রহমান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, সন্দ্বীপ লামিচানে।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন