শিরোনাম

প্রচ্ছদ /   বাংলাদেশ জিম্বাবুয়ে ম্যাচ থেকে যে কারণে বের করে দেয়া হলো সাকিবকে

বাংলাদেশ জিম্বাবুয়ে ম্যাচ থেকে যে কারণে বের করে দেয়া হলো সাকিবকে

Avatar

সোমবার, ফেব্রুয়ারী ২৪, ২০২০

প্রিন্ট করুন

বর্তমানে পেশাদার ক্রিকেটের বাইরে আছেন তিন ফরম্যাটের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান । ২০১৯ এর অক্টোবরে আইসিসি থেকে নিষেধাজ্ঞা পেয়েছেন সাকিব । এরপর গত ডিসেম্বরে সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি) শুভেচ্ছা দূত করে সাকিব আল হাসানকে । সাকিব তাদের হয়ে বিভিন্ন বিজ্ঞাপনের শুটিংও করেছেন, ফেসবুক পেইজেও রয়েছে সাকিবের সব বিজ্ঞাপনের ছবি ।

এখন মিরপুরে চলছে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ । এই সিরিজের স্পন্সর এসএমসি কোম্পানি । তাই পুরো মাঠেই সাকিবের ছবিযুক্ত ছাতা লাগিয়েছিল প্রতিষ্ঠানটি ।

টেস্ট শুরু থেকে আজ তৃতীয় দিন বিকাল পর্যন্ত মিরপুর হোম অফ ক্রিকেটে ছিলো এসব ছাতা, কিন্তু আজই আসলো ছাতা সরানোর সিদ্ধান্ত । আজ বিকালে স্টেডিয়ামের ভিতরে থাকা সাকিব আল হাসানের ছবি থাকা সব ছাতা খুলে নেওয়া হয়েছে ।

শুধু সাকিবের ছবি থাকার জন্যই খুলে ফেলা হয়েছে এসব ছাতা । কারণ হিসাবে জানা গেছে, সাকিব যেহেতু আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ, তাই আন্তর্জাতিক ম্যাচ চলার সময় ভেন্যুতে সাকিবের ছবিসহ প্রচারণা নিষিদ্ধ ।

এ ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন বললেন, ”সাকিবের ওপর যেহেতু একটা নিষেধাজ্ঞা আছে। আর এটি আইসিসি অনুমোদিত এফটিপির একটা টেস্ট, স্বাভাবিকভাবেই বিষয়টা স্পর্শকাতর। যেকোনো ঝক্কি–ঝামেলা এড়াতেই আমরা এটি সরিয়ে ফেলেছি ।”

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন