নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক সালমা খাতুন। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫ টায়।
ভারত হারিয়েছে তাদের প্রথম ম্যাচে চার বারের চ্যাম্পিয়ন আর আসরের হট ফেবারিট অস্ট্রেলিয়াকে। পরাজয়ে ডরে না বীর। প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে হারিয়েই তার রসদ জমিয়েছে সালমার দল।
এই ম্যাচের ১৭ তম ওভারে লজ্জা জনক ভাবে রান আউটের শিকার হয়েছেন ব্যাটসম্যান।
পরিসংখ্যান বলছে, এ পর্যন্ত দু’দল ১১টি ম্যাচে মুখোমুখি হয়েছে টি-টোয়েন্টিতে। যার মধ্যে বাংলাদেশ ২টি আর ভারত জিতেছে ৯টি ম্যাচে।
সংক্ষিপ্ত স্কোরঃ
ভারত ১৪২/৬ সেফালি ৩৯
বাংলাদেশ- ১২৪/৮ ওভার- ২০
ফলাফলঃ বাংলাদেশ নারী দল ১৮ রানে পরাজিত
বাংলাদেশ নারী একাদশ:
মুর্শিদা খাতুন, শামীমা সুলতানা, সানজিদা ইসলাম, নিগার সুলতানা (ডাব্লু), ফারগানা হক, রুমানা আহমেদ, সালমা খাতুন (সি), ফাহিমা খাতুন, জাহানারা আলম, পান্না ঘোষ, নাহিদা আক্তার
ভারত নারী একাদশ:
শাফালি ভার্মা, তানিয়া ভাটিয়া (ডাব্লু), জেমিমাহ রদ্রিগস, হরমনপ্রীত কৌর (সি), দীপ্তি শর্মা, রিচা ঘোষ, বেদ কৃষ্ণমূর্তি, শিখা পান্ডে, অরুন্ধতী রেড্ডি, পুনম যাদব, রাজেশ্বরী গায়কবাদ
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন