শিরোনাম

প্রচ্ছদ /   অস্ট্রেলিয়া ভারতকে পিছনে ফেলে টি২০ বিশ্বকাপে শীর্ষে বাংলাদেশ

অস্ট্রেলিয়া ভারতকে পিছনে ফেলে টি২০ বিশ্বকাপে শীর্ষে বাংলাদেশ

Avatar

সোমবার, ফেব্রুয়ারী ২৪, ২০২০

প্রিন্ট করুন
ফাইল ছবি

এবারের নারী টি-২০ বিশ্বকাপের নতুন আসর গত ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে অস্ট্রেলিয়াকে । এখন পর্যন্ত এবারের আসরে কোনো ম্যাচ খেলা হয় নি বাংলাদেশের । তবে এরই মধ্যে তারা জায়গা করে নিয়েছে সবার উপরে !

নারী টি-২০ বিশ্বকাপের গুগল ট্রেন্ডিংয়ে সবার উপরে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল । গত কিছুদিনে গুগলে বাংলাদেশ নারী দল নিয়ে ৩২২+ শতাংশ বেশিবার খোঁজা হয়েছে । তারই ফলেই বাংলাদেশ উঠে এসেছে শীর্ষে ।

বাংলাদেশ পরেই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া আর তৃতীয় স্থানে ভারত । তালিকার শীর্ষ পাঁচের বাকি দুই দেশ যথাক্রমে শ্রীলংকা ও সেন্ট লুসিয়া । এশিয়ার আরেক দেশ পাকিস্তান আছে আট নম্বরে ।

ফাইল ছবি

দশটি দলকে দুই গ্রুপে ভাগ করে আয়োজিত হচ্ছে এবারের আসর । ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে অনুষ্ঠিত হবে এবারের নারী টি-২০ বিশ্বকাপের ফাইনাল । ম্যাচটি অনুষ্ঠিত হবে বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় স্টেডিয়াম মেলবোর্নে ।

এদিকে আগামীকাল ২৪ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচদিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে টাইগ্রেসরা । এরপর ২৭ ফেব্রুয়ারি দ্বিতীয় ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন