অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সেমিফাইনালে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের যুবারা। ফাইনাল নিশ্চিতের ম্যাচটি পচেফস্ট্রুমে শুরু হওয়ার কথা রয়েছে বাংলাদেশ সময় দুপুর ২টায়। যদিও মহাগুরুত্বপূর্ণ ম্যাচটি মাঠে গড়ানো নিয়ে জেগেছে শঙ্কা! খারাপ আবহাওয়ার জন্য তৈরি হয়েছে এ শঙ্কা।
যুব বিশ্বকাপের সেমিফাইনালে নেই কোনো রিজার্ভ ডে। যার ফলে ম্যাচটি শেষ পর্যন্ত মাঠে না গড়ালেও নির্ধারিত হয়ে যাবে বিজয়ী। সে ক্ষেত্রে ম্যাচ না খেলার আক্ষেপ নিয়েই আসর থেকে বিদায় নিতে হবে কিউইদের।
এক্ষেত্রে গ্রুপ পর্বের দাপুটে পারফরম্যান্সের পুরষ্কার হিসেবেই ফাইনাল নিশ্চিত হবে আকবর আলিদের। কারণ আইসিসির নিয়ম অনুযায়ী এমন পরিস্থিতিতে গ্রুপ পর্বে বেশি পয়েন্ট থাকা দল-ই যোগ্যতা অর্জন করবে ফাইনালে খেলার।
এখনো পর্যন্ত, চলমান যুব বিশ্বকাপে অপ্রতিরোধ্য বাংলাদেশের যুবারা। গ্রুপ সেরা হয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখে দলটি। এরপর ঘরের মাঠে স্বাগতিক প্রোটিয়া যুবাদের নাস্তানাবুদ করে পা রাখে আসরের সেমিফাইনালে। যা যুব বিশ্বকাপ ইতিহাসে বাংলাদেশের দ্বিতীয়বারের মতো সেমিতে উঠার ঘটনা।
A place in the final against India is at stake.
How do you see #NZvBAN going?#U19CWC | #FutureStars pic.twitter.com/0EvfxGkDgA
— ICC Cricket World Cup (@cricketworldcup) February 6, 2020
আজকের লড়াইয়ে বিজয়ী হলে ইতিহাস গড়বে আকবরের নেতৃত্বাধীন দল। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো খেলার যোগ্যতা অর্জন করবে যুব বিশ্বকাপের ফাইনালে।
প্রসঙ্গত, চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে ইতোমধ্যে আসরের ফাইনালে পা রেখেছে ভারত। আগামী ৯ ফেব্রুয়ারি শক্তিশালী ভারতের বিপক্ষে
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন