৩০ জানুয়ারি কোয়ার্টার ফাইনালে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ১০৪ রানে উড়িয়ে দিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। দ্বিতীয়বারের মতো সেমিতে ওঠা বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। বিশ্বকাপের আগে যে নিউজিল্যান্ডকে তাদের ঘরের মাঠে ৪-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।
আগামী ৬ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড অনূর্ধ্ব ১৯ দলের বিপক্ষে সেমিফাইনাল খেলবে আকবরবাহিনী। এই ম্যাচের আগে ফলাফল নিয়ে ভবিষ্যতবাণী করেছেন জনপ্রিয় ধারাভাষ্যকার অ্যালান উইলকিন্স। পুরো টুর্নামেন্টে আধিপত্য দেখানো বাংলাদেশ যুবারা এই ম্যাচেও নিজেদের সামর্থ্যের দেখিয়ে ফাইনালে পা রাখবে বলে বিশ্বাস করেন তিনি।
উইলকিনস বলেন, ‘বাংলাদেশের এই দলটা সত্যিই খুব ভালো। আমি দেখতে পাচ্ছি তারাই ফাইনাল খেলবে। নিউজিল্যান্ড বাংলাদেশকে হারাতে পারবে না। নিউজিল্যান্ডের ক্রিকেট ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করছি। কিন্তু এই বাংলাদেশ দল অনেক বেশি শক্তিশালী।
৬৬ বছর বয়সী উইলকিন্সের মতে ব্যাটিং এবং বোলিংয়ে নিউজিল্যান্ডের চেয়ে অনেকটাই এগিয়ে আছে বাংলাদেশ যুবারা। আর সেই কারণে আকবরদের হারানো মতো কৌশল জানা নেই কিউইদের বলে উল্লেখ করেন তিনি।
এই ধারাভাষ্যকার বলেন, ‘এই দলের অনেক বেশি ব্যাকআপ আছে। সেটা হোক ব্যাটিং কিংবা বোলিংয়ে। তাই আমি মনে করি, নিউজিল্যান্ডের রুপকথার যাত্রা যতোই মধুর হোক না কেন, তাদের ভাণ্ডারে বাংলাদেশকে হারানোর মতো যথেষ্ঠ অস্ত্র নেই।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন