শিরোনাম

প্রচ্ছদ /   আসছে পরিবর্তন জিম্বাবুয়ের বিপক্ষে টেষ্টে বাংলাদেশের অধিনায়কের নাম জানালো বিসিবি

আসছে পরিবর্তন জিম্বাবুয়ের বিপক্ষে টেষ্টে বাংলাদেশের অধিনায়কের নাম জানালো বিসিবি

Avatar

শনিবার, ফেব্রুয়ারী ১, ২০২০

প্রিন্ট করুন

দুই দফায় পাকিস্তানে দুটি টেস্ট, মাঝে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে আছে একটি। সবমিলিয়ে কাছাকাছি সময়ে বাংলাদেশ খেলবে তিনটি টেস্ট। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট সামনে রেখে আগামী ৪ ফেব্রুয়ারি দেশ ছাড়ার কথা টাইগারদের। স্কোয়াড ঘোষণা করা হবে ২ ফেব্রুয়ারি (রবিবার)।

যা শুধুমাত্র পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট নয়, আসন্ন তিনটি টেস্টের জন্যই। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন অধিনায়ক হিসেবে মুমিনুলেই রাখছেন আস্থা।

তবে চমক হচ্ছে এই দল কেবল পাকিস্তান সিরিজের জন্যই নয়, জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠের টেস্ট সিরিজের জন্যও, বলছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

সাকিব আল হাসান নিষেধাজ্ঞায় পড়ায় ভারত সফরের টেস্ট দলের অধিনায়কত্ব পান মুমিনুল। ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দুই ম্যাচ টেস্ট সিরিজে ব্যর্থতার ষোলকলা পূর্ণ করেন বাঁহাতি এই ব্যাটসম্যান। পূর্ণ মেয়াদের অধিনায়ক নন বলে পাকিস্তান সফরের টেস্ট দলের নেতৃত্ব কি মুমিনুলের কাঁধেই থাকছে কিনা ছিল প্রশ্ন!

মিনহাজুল আবেদিন নান্নু আজ (৩১ জানুয়ারি) মিরপুরে সাংবাদিকদের নিশ্চিত করেন পাকিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অধিনায়ক হিসেবে থাকছেন মুমিনুলই, ‘আগের দুটো টেস্টের মতো আগামী তিন টেস্টেও মুমিনুলের হাতে অধিনায়কের দায়িত্ব থাকবে। আমরা ওর উপরই ভরসা রাখছি।’

অধিনায়কের মত স্কোয়াডও দেওয়া হবে দুই সিরিজের জন্যই, ‘আগামী রবিবার (২ ফেব্রুয়ারি) দল ঘোষণা হবে। যেহেতু পর পর তিনটি টেস্ট, এই কারণে আমরা তিন ম্যাচের জন্য ১৪ জনের দল দেবো।’

সাকিব-মুশফিক নেই ফলে পূর্ণ শক্তির বাংলাদেশকে পাওয়া যাচ্ছেনা বলা বাহুল্য। তবে নিজেদের হাতে থাকা সেরা বিকল্প দিয়েই স্কোয়াড প্রস্তুত করা হয়েছে বলে জানান নান্নু, ‘ওখানকার কন্ডিশন কঠিন। আর পাকিস্তান দলে বেশ কিছু ভালো পেসার আছে। আমাদের কঠিন সংগ্রামেই পড়তে হবে। আমাদের হাতে যে সমস্ত খেলোয়াড় ছিল, তাদের মধ্য থেকে সেরা দলই গঠন করার চেষ্টা করেছি।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন