শিরোনাম

প্রচ্ছদ /   যুব বিশ্বকাপের কোয়ার্টারে আফ্রিকাকে রানের পাহাড় গড়ে দিল বাংলাদেশ

যুব বিশ্বকাপের কোয়ার্টারে আফ্রিকাকে রানের পাহাড় গড়ে দিল বাংলাদেশ

Avatar

বৃহস্পতিবার, জানুয়ারী ৩০, ২০২০

প্রিন্ট করুন

যুব ক্রিকেট বিশ্বকাপের তৃতীয় কোয়ার্টার ফাইনালে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা যুব দলের বিপক্ষে টসে হেরে ব্যাট করছে বাংলাদেশের যুবরা।

টস হেরে আগে ব্যাট করতে নেমে ইনিংসের গোড়াপত্তন করতে আসেন তামিম ও ইমন। কিন্তু লেগ-বিফোরের ফাঁদে পড়েন ইমন। আউট হওয়ার আগে করেছেন ৪০ বলে ১৭ রান। তারসাথে সাথে রান আউট হয়ে ফিরেন মাহমুদুল।

এরপর অবশ্যই ৫২ বল মোকাবেলায় ৭ চারে অর্ধশতক পূর্ণ করলেন তামিম। চলতি বিশ্বকাপে এটি তার প্রথম অর্ধশতক। তবে ৮৪ বলে ৮০ রানের দারুণ এক ইনিংস খেলে ফিরে যান তামিম। এরপর ১৩০ রানে ৩ উইকেট হারানোর পর তৌহিদ হৃদয় ও শাহাদাত হোসেনের ব্যাটে দলীয় ২০০ পার করে বড় সংগ্রহের দিকে আগাচ্ছে বাংলাদেশ। এখন পর্যন্ত ৭৩ রান যোগ করেছে এই জুটি।

সর্বশেষ স্কোর-
বাংলাদেশ:- ২৬১/৫(৫০ ওভর)

রাউন্ড অব সিক্সটিনে ‘সি’ গ্রুপ থেকে টেবিল টপার হয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে এসেছে টাইগার যুবারা। স্কটল্যান্ড, জিম্বাবুয়েকে হারায় তারি। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি হয় পরিত্যক্ত।

অন্যদিকে ‘ডি’ গ্রুপ থেকে ২ ম্যাচ জিতে রানার্সআপ হিসেবে কোয়ার্টারে এসেছে স্বাগতিকরা। একটি ম্যাচে তারা হেরেছে আফগানদের কাছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন