যুব ক্রিকেট বিশ্বকাপের তৃতীয় কোয়ার্টার ফাইনালে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা যুব দলের বিপক্ষে টসে হেরে ব্যাটিং করছে বাংলাদেশের যুবারা। ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় দুপুর ২ টায়।
যুব বিশ্বকাপে বাংলাদেশের কোয়ার্টার ফাইনালের এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে বেশ কয়েকটি টিভি চ্যানেল। ভারত সহ উপমহাদেশে স্টার স্পোর্টস নেটওয়ার্ক, বাংলাদেশে গাজী টিভি, ক্যারিবিয়ানদের জন্য ইএসপিএন, পাকিস্তানে পিটিভি স্পোর্টস, অস্ট্রেলিয়ায় ফক্স ক্রিকেট, ইংল্যান্ডে স্কাই স্পোর্টস, উইলো টিভি।
Toss. The #SAu19s have won the toss and elected to bowl first in this crucial #U19CWC quarter-final.
There are two changes in the South African line-up as all-rounder, Gerald Coetzee returns from injury alongside Mondli Khumalo in a four-man seam attack. #SAvBAN #FutureStars pic.twitter.com/ViNQebkj6N
— Proteas Men (@ProteasMenCSA) January 30, 2020
সর্বশেষ স্কোরঃ
বাংলাদেশ অ-১৯ ৭২/১(১৬ ওভার)
এর আগে গ্রুপ পর্বের শেষ দিনের ম্যাচে আরব আমিরাতকে বৃষ্টি আইনে ‘ডি’ গ্রুপ থেকে ২৩ রানে হারিয়ে যুব বিশ্বকাপের সুপার লীগ নিশ্চিত করেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। আগে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৯৮ রান করে প্রোটিয়ারা।
জবাবে ব্যাট করতে নেমে ২৩.৫ ওভারে ৩ উইকেটে ১১২ রান করে আরব আমিরাত। এরপর বৃষ্টি নামলে খেলা শুরু করা সম্ভব হয়নি। পরবর্তীতে বৃষ্টি আইনে জিতে যায় স্বাগতিকরা।
এর ফলে আগের সূচী অনুযায়ী ডি গ্রুপ থেকে দুইয়ে থেকে কোয়ার্টারে আসা প্রোটিয়াদের মুখোমুখি হবে মি গ্রুপ থেকে শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে আসা বাংলাদেশ। আগামী ৩০ জানুয়ারি পচেফস্ট্রুমে তৃতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে দুই দল।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন